কিশোরগঞ্জ

বাজেট থাকলেও নেই মশা নিধন কার্যক্রম

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ১৪:০২

কিশোরগঞ্জ পৌর এলাকায় মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া নরসুন্ধা নদী দখল করে ময়লা-আবর্জনার ভাগাড় বানানোর কারণে মশার উপদ্রব আরও বেড়েছে। শহরবাসীকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে উদ্যোগ নেয়ার কথা যে পৌর কর্তৃপক্ষের তারাও এ ব্যাপারে নির্বিকার। সবশেষ কবে মশার ওষুধ ছিটানো হয়েছিল শহরে তা অনেকে স্মরণ করতে পারছেন না। অথচ প্রতি বছর পৌরসভার বাজেটে মশা নিধনে নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকে বলে অভিযোগ তাদের।

শহরের নাগরিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১০ বছর আগে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছিল শহরে। এরপর মশা নিধনের তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি তাদের।

পৌরসভা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় মেশিনের অভাবে তারা মশা নিধন কার্যক্রম চালাতে পারছেন না। নয়টি ওয়ার্ডের জন্য প্রায় ১০-১২টি মেশিনের প্রয়োজন। এগুলো না থাকায় তারা কার্যক্রম চালাতে পারছেন না। তবে মেশিন কেনার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পৌরসভা এলাকার ঝোঁপঝাড়, ময়লার স্তূপ, বিভিন্ন নালা থেকে মশার বংশবৃদ্ধি ঘটছে। ফলে প্রতিদিন মশার কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। কয়েল জ্বালিয়ে কিংবা মশারি টানিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না মশা থেকে।

পৌর নাগরিক আকরাম হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘মশার যন্ত্রণায় রাতে ঠিকমত ঘুমানো যায় না। সন্ধ্যার পর থেকে দরজা-জানলা লাগিয়ে, কয়েল জ্বালিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। ফলে ছেলে মেয়েদের পড়াশোনার অসুবিধাসহ অসুখ-বিসুখ দেখা দিচ্ছে। মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে, তিনি যেন দ্রুত বিষয়টি গুরুত্বের সাথে দেখেন এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেন।’

কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের পরিচালক ডা. রমজান মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, মশার কামড়ে চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ নানা রোগ হয়। তাই মশা থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার রাখতে হবে নিয়মিত এবং মশারি টানিয়ে ঘুমাতে হবে।’

এ বিষয়ে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘মেশিন না থাকায় পৌর এলাকায় মশা নিধনের কার্যক্রম চালানো যাচ্ছে না। তবে মেশিনের জন্য আবেদন করা হয়েছে। মেশিন এলেই আমরা কার্যক্রম শুরু করবো।’

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :