পুনর্নির্বাচনেও হারল এরদোয়ানের দল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ১৪:৩২

ভোটে অনিয়মের অভিযোগে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র নির্বাচন স্থগিত করা হয়েছিল। তবে পুনরায় অনুষ্ঠিত হওয়া নির্বাচনেও হেরেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দল। ৫৪ শতাংশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিরোধীদল ‘রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী ইকরাম ইমামোগলু। আগের নির্বাচনেও তিনি জয়লাভ করেছিলেন।

বিবিসি জানিয়েছে, প্রায় সব ব্যালট গণনা শেষে দেখা গেছে তুরস্কের প্রধান বিরোধীদল ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

মার্চে অনুষ্ঠিত ইস্তাম্বুলের মেয়র নির্বাচনেও জয় পেয়েছিলেন ইমামোগলু। কিন্তু এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টি ভোটে অনিয়মের অভিযোগ আনার পর ওই নির্বাচন বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

ইমামোগলুর প্রতিদ্বন্দ্বী একে দলের প্রার্থী তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম পরাজয় স্বীকার করে নিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইমামোগলুকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইটে এরদোয়ান বলেন, ‘প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জয়ী প্রার্থী ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানাচ্ছি আমি’।

ইস্তাম্বুলের মেয়র নির্বাচনের এই ফলাফলকে এরদোয়ানের জন্য বড় ধরনের বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কারণ এরদোয়ানই একসময় বলেছিলেন, ‘যে ইস্তাম্বুল জয় করে, সে তুরস্ক জয় করে’।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ইমামোগলু বলেছেন, ‘ইস্তাম্বুল ও তুরস্কের জন্য এক নব সূচনা হল। ইস্তাম্বুলে আমরা এক নতুন অধ্যায় শুরু করছি। এ অধ্যায় হবে ন্যায়বিচার, সমতা আর ভালবাসায় পরিপূর্ণ’। প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

সাত লাখ ৭৫ হাজার ভোট পেয়ে এগিয়ে থাকা ইমামোগলুর সমর্থন এবার আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে মার্চের নির্বাচনে মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি।

ঢাকা টাইমস/২৪জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তার কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

ওয়াশিং মেশিনের ভেতরে মিলল কোটি কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :