বিনিয়োগে বিদেশিদের চোখ এখন বাংলাদেশে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ১৬:৫৮

গত বছর দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ। অথচ এই সময় সারা বিশ্বে বিদেশি বিনিয়োগ কমেছে ১৩ শতাংশ।

বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগ যখন পড়তির দিকে, তখন বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এক উজ্জ্বল ভবিষ্যতের দিক নির্দেশ করছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) প্রকাশিত ওয়াল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট তুলে ধরে এই তথ্য জানিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ছিলো ২১৫ কোটি ১৬ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৩৩ লাখ ডলার। সে হিসেবে বিনিয়োগ বেড়েছে ৬৮ শতাংশ।

পাশের দেশে ভারতে মোট বিনিয়োগ বেশি হলেও বিনিয়োগ বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে তারা। এক বছরে সেখানে বিনিয়োগ বেড়েছে মাত্র ছয় শতাংশ।

২০১৭ সালে ভারতে বিদেশি বিনিয়োগ ছিল তিন হাজার ৯৯০ কোটি ৩৮ লাখ ডলার। ২০১৮ সালে তা দাঁড়ায় চার হাজার ২২৮ কোটি ৫৭ লাখ ডলারে।

শকতরা হারের দিক দিয়ে বাংলাদেশের পর বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি বেড়েছে নেপালে; ২৪ শতাংশ। সে দেশে ২০১৭ সালে বিদেশি বিনিয়োগ ছিল ১২ কোটি ৯২ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬ কোটি ৮ লাখ ডলার।

শ্রীলঙ্কাতেও বেড়েছে বিদেশি বিনিয়োগ এবং এক বছরে তা বেড়েছে ১৭ শতাংশ। শ্রীলঙ্কায় ২০১৭ সালে দেশটিতে বিনিয়োগ ছিল ১৩৭ কোটি ২৭ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১৬১ কোটি ৫ লাখ টাকা।

এরপর সবচেয়ে বেশি ঋণ বেড়েছে মালদ্বীপে, ১২ শতাংশ। ২০১৭ সালে দেশটিতে বিদেশি বিনিয়োগ ছিল ৪৯ কোটি ২৭ লাখ ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৫৫ কোটি ১৮ লাখ ডলারে।

বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে, তখন উল্টো চিত্র পাকিস্তানে। গত এক বছরে দেশটি বিদেশি বিনিয়োগ বাড়াতে পারেনি, উল্টো কমেছে।

২০১৭ সালে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ছিল ৩২৩ কোটি ২০ লাখ ডলার। ২০১৮ সালে সে বিনিয়োগ ৮৮ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ২৩৫ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ এক বছরে বিনিয়োগ কমেছে ২৭ শতাংশ।

বিদেশি বিনিয়োগের দিক থেকে টাকার অংকে সবচেয়ে তলানিতে তারা। ২০১৮ সালে তাদের বিনিয়োগ মাত্র ৫৯ লাখ ডলার। এত কম বিনিয়োগ দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে নেই।

বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের অমিত সম্ভাবনার দেশ। বিশ্বের কাছে সব দিক দিয়েই বাংলাদেশকে ইতিবাচক ভাবে তুলে ধরতে হবে, তবেই দ্রুত এগিয়ে যাবে বাংলাদেশ।’

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘ইজি অব ডুইং বিজনেস অর্থাৎ সহজে ব্যবসা করার মাপকাঠির সূচকে আগামী এক বছরে ১০০ নিচে আনতে কাজ করছে সরকার। সরকার এ ক্ষেত্রে উন্নতি চায়।

ইজি অব ডুইং বিজনেস সূচকে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম।

প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআই এর নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

(ঢাকাটাইমস/২৪জুন/জেআর/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

বাপেক্স ও এস.সি ইউরো গ্যাস সিস্টেমস এস.আর.এল রোমানিয়ার মধ্যে চুক্তি

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :