‘প্রধানমন্ত্রী তার দক্ষতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছেন’

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১৭:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে দেশকে নিয়ন্ত্রণে রেখেছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, ‘হলি আর্টিজানের পর দেশের ব্যবসার অবস্থা খারাপ হয়েছিল। আন্তর্জাতিকভাবে বিদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল। বিদেশি ব্যবসায়ীরা বলেছিলেন, আপনাদের দেশে ব্যবসার জন্য ক্যাপাবল নয়। আমরা বলেছি, আমরা ক্যাপাবল। আমাদের প্রধানমন্ত্রী তার ক্যাপাবিলিটি ও ক্যাপাসিটি দিয়ে পুলিশের মাধ্যমে দেশেকে নিয়ন্ত্রণে রেখেছেন।’

সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ঢাকাকে সেইফ সিটি করতে হবে, তাহলে আন্তর্জাতিক ব্যবসায়ীরা এদেশে আসবে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।’

‘স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন বস্তিতেও সচেতনতামূলক প্রচারণা করতে হবে। সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে।’

শিশুদের জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই মন্তব্য করে মেয়র বলেন, ‘জঙ্গিরা দাওয়াতের মাধ্যমে ছেলে-মেয়েদের ব্রেন ওয়াশ করতো। তাদের জঙ্গি নামক ছোবল থেকে বাঁচানোর জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলার মাঠের বিকল্প নেই।’

রাজধানীতে ২৪টি খেলার মাঠ নির্মাণের কাজ চলছে। মাঠগুলোতে রাতেও খেলাধুলার ব্যবস্থা থাকবে এবং মাদকমুক্ত থাকবে বলে জানান ডিএনসিসি মেয়র। বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ২৪টি সময় উপযোগী খেলার মাঠ করার জন্য কাজ শুরু করেছি। এসব খেলার মাঠকে লাইটিং করে রাতেও খেলার উপযোগী করে তোলা হবে। আর এলাকার মায়েদের কাছে এসব খেলার মাঠকে নির্ভরশীল করে তুলতে হবে, যেন মায়েরা সন্তানদের পাঠিয়ে নিশ্চিন্তে থাকে। তারা যেন বুঝতে পারে এসব খেলার মাঠে সমাজবিরোধী বা মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সভায় স্বাগত বক্তব্য দেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) প্রলয় কুমার জোয়ারদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান, ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজিসহ মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৪জুন/কারই/জেবি)