রাজধানীতে পলিথিন উৎপাদনে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১৮:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, বিপণন ও বিতরণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সোমবার রাজধানীর পুরান ঢাকার চারটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া এসব কারখানা ও দুটি গুদাম হতে আনুমানিক প্রায় ১৫ টন পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার রাজধানীর ইসলামবাগ ও চকবাজার এলাকায় এসব কারখানায় অভিযান চালায়।

এছাড়া, ঢাকা পাওয়ার ডিসট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) এর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে চারটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ অধিদপ্তর, ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)