জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ২০:৫৪

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে মাদক মামলায় আব্দুল হামিদ সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম গোলাম সরোয়ার এ রায় দেন।

আব্দুল হামিদ নওগাঁর ধামুইরহাট উপজেলার বাদাল চান্দপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে নওগাঁর ধামুইরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনে র‌্যাব সদস্যরা তল্লাশি চালায়। ওই গাড়ির একটি বাক্সে পলিথিনে মোড়ানো এক কেজি হেরোইনসহ আব্দুল হামিদ সরকারকে আটক করে র‌্যাব সদস্যরা।

এ ব্যাপারে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের নায়ক সুবেদার অলিয়ার রহমান বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল এ রায়ের সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)