নিয়োগে টাকা নিলেই হাতকড়া: কুড়িগ্রাম এসপি

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ২০:৫৪

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

আসন্ন পুলিশ সদস্য নিয়োগে কেউ টাকা-পয়সা নিলেই তাকে হাতকড়া পড়তে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন কুড়িগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। সোমবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা হয়।

পুলিশ সুপার বলেন, ‘নারী ও পুরুষ কনস্টেবল নিয়োগে মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দেয়া হবে।’

একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আসন্ন পুলিশ সদস্য নিয়োগে কেউ টাকা-পয়সা নিলেই তাকে হাতকড়া পড়তে হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এটি আমার চ্যালেঞ্জ।’

পুলিশ সুপার বলেন, ‘কুড়িগ্রামের বেশিরভাগ এলাকা সীমানাবেষ্টিত। এসব এলাকায় মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স হিসেবে কাজ করবে। কোন পুলিশ যদি মাদক ও ব্যবসায় জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও দারিদ্র্যপীড়িত এ জেলায় যারা জুয়ায় জড়িত, তাদের বিরুদ্ধেও কাজ করা হবে। মাদক ও জুয়া নির্মূলে সাংবাদিকদের আমরা পাশে চাই।’

মতবিনিময় সভায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লবসহ প্রায় ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ঢাকায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনারের দায়িত্ব পালন করেন। ২৩ জুন কুড়িগ্রাম অফিসে যোগদানের পর তিনি প্রথম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)