অবশেষে যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসানকে বদলি

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ২১:১২

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

অবশেষে যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসানকে বদলি করা হয়েছে। রবিবার থেকে এ বদলির সংবাদ ছড়িয়ে পড়লেও সোমবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বদলির সত্যতা স্বীকার করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন বলেন, ‘ওসি অপূর্ব হাসানকে ঢাকার শিল্প এলাকার ওসি হিসেবে হেডকোয়ার্টাস থেকে বদলির অর্ডার যশোরে এসেছে। কি কারণে বদলি করা হয়েছে- তা ওই অর্ডারে উল্লেখ নেই।’

ওসি হিসেবে অপূর্ব হাসান যোগদানের পর তিনি কোতয়ালি থানার কথিত সিভিল টিম নামে একটি বিশেষ বাহিনী তৈরি করে নানা সমালোচনার মুখে পড়েন। টাকা আদায় ও নির্যাতনের সেল নামে পরিচিত লাভ করার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

গত বছরের ১০ জুলাই কোতয়ালি থানার ওসি হিসেবে যোগদান করেন অপূর্ব হাসান।

এর আগে তিনি বেনাপোল পোর্ট থানায় ওসি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। 

যশোর কোতয়ালি থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, ২০১৮ সালের ২৭ মে কোতয়ালি থানার তৎকালীন ওসি একেএম আজমল হুদাকে পুলিশের হেডকোয়ার্টাসে বদলি করা হয়। সে সময় তিনি কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক সামসুজোহার কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে হেড কোয়ার্টারে চলে যান। দীর্ঘদিন ওই পদ খালি থাকার পর ১০ জুলাই ওসি হিসেবে বেনাপোল থেকে কোতয়ালি থানার যোগ দেন অপূর্ব হাসান।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)