‘স্বপ্নের নগরী গড়তে পৌর কর পরিশোধ করুন’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২২:৪৪

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া পৌর কর বাবদ চার লাখ ৯৫ হাজার দুইশত টাকা পরিশোধ করেছে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ।

সোমবার সকালে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ের মেয়র দপ্তরে মেয়রের হাতে পৌর কর বাবদ চেক তুলে দেন কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ।

এসময় মেয়র বলেন, ‘মূলত নগরবাসীর পৌর করের উপর নির্ভর করে কর্পোরেশনের যাবতীয় উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কর্পোরেশনের প্রধান কাজ হলো নগরীর আলোকায়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ করা। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে কর্পোরেশন ভর্তুকি দিয়ে নাগরিক সেবা প্রদান করছে। আর এসব সেবা নিশ্চিত করতে গেলে শুধুমাত্র সরকারি বরাদ্দের উপর নির্ভর করা যায় না। এজন্য পৌর করের উপরও নির্ভর করতে হয়। নাগরিক সেবা প্রাপ্তিতে যে কোন ব্যক্তি-প্রতিষ্ঠান তাদের পৌর কর যথাযথ সময়ে পরিশোধ করলে চট্টগ্রাম নগরী পরিচ্ছন্ন, সুন্দর ও স্বপ্নের নগরে পরিণত হবে।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :