কলাপাড়ায় বাস পুকুরে,আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ২২:৪৬

কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের রুদ্র তুর্য্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১৫ জন যাত্রী আহত হন। গুরুতর আহত পাঁচজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যাত্রীবাহী রুদ্র-তুর্য নামে বাসটি পটুয়াখালী যাচ্ছিল। এসময় শেখ কামাল সেতু সংলগ্ন সলিমপুরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। বাসের সব যাত্রীই কমবেশি আহত হয়। গুরুতর আহত মর্জিনা আক্তার, সনিয়া, মোতালেব ফরাজি, গকুলচন্দ্র শীল, দুলালকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

কলাপাড়া থানার এসআই মোজাম্মেল বলেন, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে বাসটির ভেতরে তল্লাশি চালায়।

(ঢাকাটাইমস/২৪জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :