ইরানের বিরুদ্ধে জোট

সৌদি-আমিরাতে আকস্মিক সফরে পম্পেও

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ১৩:০৪
সৌদি বাদশাহর সঙ্গে বৈঠকে পম্পেও

ইরানের বিরুদ্ধে জোট গড়ার উদ্যোগ হিসেবে হঠাৎ মধ্যপ্রাচ্য সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ তিনি জানান, ইরানের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ দেখতে চায় যুক্তরাষ্ট্র৷ এ কারণে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আকস্মিক সফর করেছেন তিনি।

এসময় সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে রিয়াদে এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আবুধাবিতে সাক্ষাৎ করেন।

টুইট বার্তায় তাদের সঙ্গে সাক্ষাতের ছবি দিয়ে পম্পেও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিবেশ স্থিতিশীল রাখতেই এই বৈঠক সম্পন্ন হয়েছে এবং তাদের সঙ্গে কার্যকরী আলোচনা হয়েছে।

আকস্মিক এই সফরের ঘোষণা দেয়ার সময় পম্পেও বলেন, ‘আমরা যে কৌশলগতভাবে ঐক্যবদ্ধ আছি তা নিশ্চিত করার উপায় বের করতে এবং কিভাবে বৈশ্বিক জোট গড়া যায়, তা ঠিক করার জন্য আমরা কথা বলব’৷

এসময় তিনি জানান, এ জোটে শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপের দেশগুলোকেও রাখতে চায় যুক্তরাষ্ট্র৷ এই দুই দেশ সফরের পর মঙ্গলবার ভারত পৌঁছান পম্পেও।

গত সপ্তাহে একটি মার্কিন ড্রোন ইরানের আকাশে ঢুকে পড়ে৷ সেই ড্রোনটি ভূপাতিত করার পর থেকে দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়৷ পম্পেও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়াই হবে এই জোট গড়ার মূল উদ্দেশ্য৷

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তেজনা কমাতে সংঘাতে না গিয়ে তার দেশ ইরানের সঙ্গে সমঝোতায় যেতেও প্রস্তুত, তবে সেই সমঝোতা হতে হবে পূর্বশর্তহীন৷ মাইক পম্পেওর কথাতেও শোনা যায় একই সুর৷ তবে ইরানের বিরুদ্ধে জোট গড়ার চেষ্টার বিপরীতে সেই সমঝোতাটা কীভাবে সম্ভব সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি৷

গত বছর ট্রাম্প ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের হওয়া পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন৷ এরপর থেকে দু’দেশের মধ্যে নতুন করে শুরু হয় উত্তেজনা৷ চুক্তি থেকে সরে আসার পর ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপও শুরু করে যুক্তরাষ্ট্র৷ ড্রোন ভূপাতিত করার ঘটনা চলমান উত্তেজনা আরও বাড়িয়েছে৷

এরই মধ্যে নতুন করে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞারোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীর ওপরও নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

ঢাকা টাইমস/২৫জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :