স্মার্টফোন বিস্ফোরণ নিয়ে যা বলল শাওমি

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ১৬:৫২

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস

২৪ জুন দৈনিক মানবকন্ঠের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর কিরণের শাওমি রেডমি গো এডিশনের ফোনটি বিস্ফোরণ ঘটে। এর আগের দিন সন্ধ্যায় তিনি ফোনটি কিনেছিলেন। সকালে সেটে সিম ভরার সময় এটি বিস্ফোরিত হয়। ফোন বিস্ফোরণের ঘটনায় তার হাতে চোট লেগেছে।

এই ঘটনায় বিবৃতি দিয়েছে শাওমি। প্রতিষ্ঠানটির পক্ষে শাওমির বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান কনসিটো পিআর থেকে একটি লিখিত বক্তব্য দেয়া হয়েছে।

লিখিত বক্তব্যতে বলা হয়, ‘শাওমিতে আমরা গ্রাহকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেই এবং এই ধরনের ঘটনাগুলোকে আমরা সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকি। ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মান নিশ্চিতের জন্য আমাদের সব ডিভাইস কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়।’

বিবৃতিতে আরো বলা হয়,  ‘আমরা সম্মানিত এই গ্রাহকের সাথে যোগাযোগ করেছি এবং বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি। আমরা বিষয়টির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করে সমধানের ব্যবস্থা করেছি। আমরা শিঘ্রই আপনাদের এই বিষয়ে আপডেট দিতে পারবো।’

(ঢাকাটাইমস/২৫জুন/এজেড)