ইংল্যান্ড ম্যাচেও চোখ রাখছে বাংলাদেশ

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ১৭:২৯ | আপডেট: ২৫ জুন ২০১৯, ১৮:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শ্রীলংকার কাছে স্বাগতিক ইংল্যান্ডের অপ্রত্যাশিত হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার সমীকরণটা ছিল, বিশ্বকাপে বাকি তিন ম্যাচেই হারতে হবে ইংল্যান্ডকে, আর নিজেদের বাকি তিন ম্যাচে জিততে হবে টাইগারদের। সে সমীকরণের প্রথম শর্ত গতকাল (সোমবার) পূরণ করেছে টাইগাররা।

বিশ্বকাপে নিজেদের শেষ তিন ম্যাচের প্রথমটিতে সোমবার আফগানিস্তানকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় শর্ত পূরণ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হবে ইংল্যান্ডকে। বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে মঙ্গলবার অসিদের মুখোমুখি হয়েছে ইংলিশরা।

লর্ডসের এই ম্যাচে আজ চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদেরও। তাদের সবার প্রার্থনায় থাকবে ইংল্যান্ডের হার। কারণ এই ম্যাচসহ বিশ্বকাপের বাকি তিন ম্যাচে যদি ইংল্যান্ড হেরে যায়, আর নিজেদের বাকি দুই ম্যাচে যদি জিতে যায় বাংলাদেশ, তাহলেই সেমিফাইনালে পৌঁছে যাবে টাইগাররা।

৬ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আজকের ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট আট। বিশ্বকাপের বাকি দুই ম্যাচে হেরে গেলে তাদের পয়েন্ট রয়ে যাবে আটেই।

ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ আছে আরও। শেষ তিন ম্যাচের প্রতিপক্ষদের বিরুদ্ধে বিশ্বকাপে ২৭ বছর ধরে জয় পায়নি তারা। অন্যদিকে বিশ্বকাপে সাত ম্যাচ খেলে ৭ পয়েন্ট বাংলাদেশের।বিশ্বকাপের বাকি দুই ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১১। এমনটা ঘটলে স্বাগতিক ইংল্যান্ডকে টপকে সেমিফাইনাল খেলবে টাইগাররা।

 (ঢাকাটাইমস/২৫জুন/ডিএইচ)