মুক্তাগাছায় বিআরটিসির বাস সার্ভিস চালু

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ১৭:৫৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার মুক্তাগাছার ভাবকীর মোড়ে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছার সাংসদ কে এম খালিদ বাবু। উদ্বোধনকাল প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খালিদ বাবু বলেন, ‘মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী সম্মানিত যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত। সেই দুর্ভোগের বিষয়টি লাঘব করতেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ থেকে মুক্তাগাছা রোডে ১৬টি বিআরটিসি বাস সার্ভিস চালু করা হলো। আশা করা যায় এই বাস সার্ভিসটি সম্মানিত যাত্রীদের পরিবহন সুবিধা বাড়াবে। মুক্তাগাছার জনগণ যে নিরঙ্কুশ বিজয় আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপহার দিয়েছে তার ফলেই মুক্তাগাছার উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, গড়ে উঠবে আমাদের সবার স্বপ্নেগাঁথা মুক্তাগাছা। মুক্তাগাছার জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে নিয়েই এই উন্নয়নের ধারাবাহিকতা আমি বজায় রাখব ইনশাল্লাহ।’

(ঢাকাটাইমস/২৫জুন/জেবি)