প্রতীকী ‘কাবা’ বন্ধ করতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:০৭ | প্রকাশিত : ২৫ জুন ২০১৯, ১৯:৩২
হজ প্রশিক্ষণে তৈরি প্রতীকী কাবা শরিফ

‘কাবা শরিফ’ ও ‘মাকামে ইব্রাহিম’ তৈরি করে হজের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করতে আইন নোটিশ পাঠানো হয়েছে একটি প্রতিষ্ঠানকে। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার তারা প্রতিষ্ঠান থেকে এগুলো ভেঙে না ফেললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের ‘মারুফ শারমিন স্মৃতি সংস্থা’ নামের এই প্রতিষ্ঠানকে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সানোয়ার হোসেন সমাজদার, জুয়েল শিকদার, নজরুল ইসলাম, রবিউল হাসান তুষার, মেহেদী হাসান, মোহাম্মদ উল্লাহ ও মোকাদ্দেস আহমেদ।

২২ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পবিত্র কাবা শরিফের আদলে পাঁচ শতাধিক হজযাত্রীকে কাবা শরিফ ও মাকামে ইব্রাহিম প্রতীকী তৈরি করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দেয়। যা ধর্মের সঙ্গেও সাংঘর্ষিক বলে জানান বিশেষজ্ঞরা। নোটিশে বলা হয়, আপনারা অবগত আছেন পৃথিবীতে কাবা শরিফ একটিই। আপনাদের এই ধরনের কাজধর্মও সাপোর্ট করে না। কাবা নির্মাণের উদ্দেশ্য নিয়ে কোরআনে বর্ণনা আছে- ‘এখানে শুধু একমাত্র আমার ইবাদত হবে। এ কথা বলার উদ্দেশ্য হলো যে, মুশরিকরা এখানে যে সব মূর্তি সাজিয়ে রেখেছে এবং এখানে এসে যে তাদের ইবাদত করছে, তা পরিষ্কার অন্যায়। যেখানে একমাত্র আল্লাহর ইবাদত হওয়া উচিত ছিল, সেখানে দেব-দেবীর পূজা হচ্ছে।’

হাইকোর্টের আইনজীবী মেহেদী হাসান ঢাকাটাইমসকে বলেন, ‘তারা যে কাজটি করেছে সেটা দেশের প্রচলিত আইনেও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও শাস্তিযোগ্য অপরাধের শামিল। তাদের এই ধরনের কাজ ভবিষ্যতে ফেতনা সৃষ্টি করতে পারে। তাছাড়া মুসলিম শরিয়তে প্রতীকী ও স্থাপনা তৈরিরও বিধান নেই। তাই নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পবিত্র কাবা শরিফ ও মাকামে ইব্রাহীমের প্রতীকীসহ সবধরনের স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

(ঢাকাটাইমস/২৫জুন/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

বিশ্ব বাজারে কমলেও দেশে সোনার দাম বেড়ে রেকর্ড

চলচ্চিত্র খাতে বাংলাদেশ-ভারত অভিজ্ঞতা বিনিময় করবে: তথ্য প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে শব্দদূষণে বিরক্ত হয়ে ৯৯৯-এ ১১৭৫ অভিযোগ

মানসিকতার পরিবর্তন না হলে সমৃদ্ধ রাষ্ট্র গঠন কঠিন হয়ে যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

এই বিভাগের সব খবর

শিরোনাম :