মিরপুরে বৈদ্যুতিক লাইট বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মিরপুর এলাকায় বৈদ্যুতিক লাইট বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। তারা হলেন- ইউসুফ মাঝি ও মাছগর উল্লাহ।

মঙ্গলবার দুপুরে দগ্ধ হওয়ার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ইউসুফ মাঝির ভাই ইয়াসিন মাঝি বলেন, দুপুর ১২টার দিকে মিরপুর ১১ নম্বরের সবুজবাগ আবাসিক এলাকায় মিজানুর রহমানের বাড়িতে কাজ করছিলেন আমার ভাইসহ আরেকজন। আমার ভাই ইউসুফ শারীরিক প্রতিবন্ধী, যে কেউ ডাক দিলে যেখানে সেখানে চলে যায়। পরে খবর পাই মিজানুর রহমানের বাসায় ট্যাংকি পরিষ্কার করার সময় বৈদ্যুাতিক লাইট বিস্ফোরণে আগুন লেগে দগ্ধ হয়েছে। পরে তাদেরকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিকাল সাড়ে তিনটার সময়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, দগ্ধ  ইউসুফের শরীরের ৭০ শতাংশ ও মাজগরের ১৭ শতাংশ পুড়ে গেছে।

(ঢাকাটাইমস/২৫জুন/এএ/জেবি)