ভিয়েনায় শাহ মোহাম্মদ ফরহাদ স্মরণে আলোচনা ও মিলাদ

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ২৩:৪৫

হাসান তামিম, অস্ট্রিয়া থেকে

ইউরোপের দেশ অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলা কমিউনিটির অভিভাবক খ্যাত বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির প্রেসিডেন্ট মরহুম শাহ মোহাম্মদ ফরহাদ স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার রাজধানী ভিয়েনার স্থানীয় এক হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত এম আবু জাফর। এছাড়াও উপস্থিত ছিলেন মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিনী মিসেস জান্নাতুল ফরহাদ, একমাত্র কন্যা ফারজানা ফরহাদ, বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনার সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, ময়মনসিংহ সমিতির সভাপতি জুয়েল ইসলাম, বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, বাংলাদেশ অস্ট্রিয়া প্রেসক্লাবের সেক্রেটারি সালাউদ্দিন তরুণ, সালাউদ্দিন কাঞ্ছন, জাতিসংঘের এইচআইভি এর প্রধান মনিকা বেগ, মিসেস মনসুর সহ প্রবাসী বাংলাদেশিরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্টদূত এম আবু জাফর, মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিনী জান্নতুল ফরহাদসহ অনেকেই। এ সময় মরহুম শাহ মোহাম্মদ ফরহাদকে নিয়ে রচিত একটি কবিতা পাঠ করে শোনান জালালাবাদ সমিতির সভাপতি এবং অস্ট্রিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিসুজ্জামান।

পরে মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করেন ভিয়েনাস্থ বায়তুল মোকারম মসজিদের ইমাম ও খতিব মওলানা ফারুক আল মাদানী।

ঢাকাটাইমস/২৫জুন/ ইএস