ম্যাকরোঁকে রুহানি

‘সশস্ত্র বাহিনীকে কঠোর জবাবের নির্দেশ দেওয়া আছে’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ০৮:৪৮

আমেরিকা যদি আবার ইরানের পানি ও আকাশসীমা লঙ্ঘন করে তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেয়ার নির্দেশ দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। মঙ্গলবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ সঙ্গে এক টেলিফোনালাপে এমন তথ্য দেন রুহানি।

একই সঙ্গে তিনি একথারও পুনরাবৃত্তি করেন যে, উত্তেজনা ও সংঘাত ইরানের মোটেও পছন্দ নয় এবং তেহরান যেকোনো সংঘর্ষ থেকে দূরে থাকতে চায়।

ফরাসি প্রেসিডেন্টকে রুহানি বলেন, ইউরোপ যদি পরমাণু সমঝোতা থেকে ইরানকে লাভবান করতে না পারে তাহলে এই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী তেহরান নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন একটু একটু করে শিথিল করবে।

তিনি বলেন, ইরান এমন কোনো পদক্ষেপ নেবে না যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। যখনই পরমাণু সমঝোতার অবশিষ্ট দেশগুলো ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করার ব্যবস্থা নেবে তখনই তেহরান আবার পরিপূর্ণভাবে এ সমঝোতা বাস্তবায়ন শুরু করবে। তবে আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত অচলাবস্থা পুরোপুরি কাটবে না বলেও তিনি সতর্ক করে দেন।

হাসান রুহানি বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর থেকে সব পক্ষ যদি এটি ঠিকমতো বাস্তবায়ন করত তাহলে মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে শান্তির বাতাস বহমান থাকত এবং পারস্য উপসাগরে এখন যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হত না।

টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া ও তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জোরদার হওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, ফ্রান্স পরমাণু সমঝোতায় অটল রয়েছে এবং আমেরিকাকে এ সমঝোতায় ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে।

ঢাকা টাইমস/২৭জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :