সেই বৃদ্ধা মাকে বুকে টেনে নিলেন ওসি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জুন ২০১৯, ০৯:০৪ | প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ০৮:৫৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তায় ফেলে রেখে যাওয়া ৭৫ বছর বয়সী বৃদ্ধা খোদেজা বেগমকে বুকে টেনে নিয়েছেন আড়াইহাজার থানা পুুলিশের ওসি নজরুল ইসলাম।

জানা গেছে, ১৫ দিন আগে নিজের ওরসজাত দুই সন্তান হাছেন আলী ও জামান বৃদ্ধা মাকে রাতের আধারে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে ওসি নজরুল ইমলাম গতকাল মঙ্গলবার তাকে উদ্ধার করে নিয়ে যান। বৃদ্ধা ওই নারী উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার মিল্লাত আলীর স্ত্রী।

এ ঘটনায় ওই বৃদ্ধার দুই সন্তানকে আটক করা হয়েছে। পরে ওসি নজরুল ইসলামে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে দুই শতাংশ জমি লিখে নেন।

বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী মিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈত্রিক সূত্রে সন্তানেরা জমির মালিক হন। এক পর্যায়ে বৃদ্ধাও তার বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দেন। এখন ভাত কাপড়তো দূরের কথা, সন্তানরা তাকে মাথা গোজার ঠাঁইও দেয়না। এমনকি ছেলেদের স্ত্রীরাও তাকে বিভিন্ন সময় মারধরও করতেন বলে জানান তিনি।

১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়। চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় তিনি পড়েছিলেন। ওসি নজরুল ইসলাম খবর পেয়ে নিজের উদ্যোগে বৃদ্ধাকে তুলে নিয়ে যান। এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে তাদের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখে নেন।

ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।’

ঢাকাটাইমস/২৬জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :