কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ফিকশ্চার

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১০:২২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গ্রুপ পর্বের লড়াই শেষ। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে ‘সি’ গ্রুপে উরুগুয়ে বনাম চিলি ও জাপান বনাম ইকুয়েডর ম্যাচ শেষ হতেই নিশ্চিত হয়ে যায় নকআউটের ছবিটা। দু’টি ম্যাচের ফলাফলের উপর নির্ভর করেছিল কোয়ার্টার ফাইনালের সূচি৷ উরুগুয়ে চিলিকে হারিয়ে ‘সি’ গ্রুপ থেকে এক নম্বর দল হয়ে শেষ আটে পা রাখে৷ চিলি দু’নম্বর দল হয়ে নকআউটে প্রবেশ করে৷

জাপান ও ইকুয়েডর ম্যাচের ফলাফল ‘সেরা তৃতীয়’ বাছাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল৷ নিয়ম মতো ‘এ’, ‘বি’ ও ‘সি’  তিনটি গ্রুপের প্রথম দু’টি করে দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে৷ শেষ আটের বাকি দু’টি দল বেছে নেওয়া হয় তিন দলের তৃতীয় স্থানাধিকারীদের মধ্য থেকে৷ পেরু, প্যারাগুয়ে ও জাপান যথাক্রমে তিনটি গ্রুপের তৃতীয় স্থান দখল করে৷ পেরুর দখলে ছিল ৪ পয়েন্ট৷ প্যারাগুয়ে ও জাপান দু’দলই ২ পয়েন্ট করে ঘরে তোলে৷ স্বাভাবিকভাবেই পেরু ‘সেরা তৃয়ীয়’র দরজা দিয়ে কোয়ার্টারে প্রবেশ করে৷ গোল পার্থক্যের নিরিখে প্যারাগুয়ের ‘সেরা তৃতীয়’র দ্বিতীয় দল হিসাবে পিছনে ফেলে দেয় জাপানকে৷

গ্রুপের চার নম্বর দল হয়ে বলিভিয়া, কাতার ও ইকুয়েডর ছিটকে যায় টুর্নামেন্ট থেকে৷ দূর্ভাগ্যজনকভাবে জাপান তিন নম্বর দল হয়েও বাদ পড়ে চলতি কোপার গ্রুপ লিগ থেকেই৷ ‘এ’ গ্রুপ থেকে ব্রাজিল (৭), ভেনেজুয়েলা (৫) ও পেরু (৪) কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়৷ ‘বি’ গ্রুপ থেকে কলম্বিয়া (৯), আর্জেন্টিনা (৪) ও প্যারাগুয়ে (২) চলে যায় শেষ আটে৷ ‘সি’ গ্রুপ থেকে উরুগুয়ে (৭) ও চিলি (৬) শেষ আটের টিকিট নিশ্চিত করে৷

লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোয়ার্টার ফাইনালের সূচিও নির্ধারিত হয়ে যায়৷ আয়োজক ব্রাজিল শেষ আটে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপে তিন নম্বর দল প্যারাগুয়ের৷ আর্জেন্টিনা খেলবে ‘এ’ গ্রুপের দু’নম্বর দল ভেনেজুয়েলার বিরুদ্ধে৷ কলম্বিয়া মুখোমুখি হবে ‘সি’ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী চিলির৷ উরুগুয়ে সামলাবে ‘এ’ গ্রুপের তৃতীয় দল পেরুর চ্যালেঞ্জ৷

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি:

তারিখ

ম্যাচ

বাংলাদেশ সময়

২৮-৬-২০১৯

ব্রাজিল- প্যারাগুয়ে

ভোর সাড়ে ছয়টা

২৮-৮-২০১৯

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা

রাত একটা

২৯-৬-২০১৯

কলম্বিয়া-চিলি

ভোর পাঁচটা

২৯-৬-২০১৯

উরুগুয়ে-পেরু

রাত একটা

(ঢাকাটাইমস/২৬ জুন/এসইউএল)