লর্ডসেও ওয়ার্নার-স্মিথকে ইংলিশ দর্শকদের টিটকিরি

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১১:২৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লর্ডসে ইংরেজ সমর্থকদের বাজে আচরণ প্রকাশ্যে এল৷ ওয়ার্ম-আপ ম্যাচের পর মঙ্গলবার ঐতিহ্যের লর্ডসেও দুই অজি তারকা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথকে টিটকিরি করলেন ইংল্যান্ড ফ্যানেরা৷ যদিও ইংরেজ সমর্থকদের এহেন আচরণ হাসি মুখে এড়িয়ে গেলেন ওয়ার্নার৷ তবে লর্ডসে ইংল্যান্ড সমর্থকদের আচরণ ভালোভাবে নেয়নি সাবেক ক্রিকেটার থেকে ‘হোম অব ক্রিকেট’-এর দর্শকরা৷

লর্ডসে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৯ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে বিশ্বকাপে শেষ চারে ওঠার আশা ক্ষীণ হয়ে গেছে ইংল্যান্ডের৷ এদিন লর্ডসে গুরুত্বপূর্ণ ম্যাচে ইংরেজ বাহিনীকে ৬৪ রানে হারায় অজি বাহিনী৷ ২৮৬ রান তাড়া করতে নেমে ২২১ রানে শেষ হয়ে যায় ইংরেজদের লড়াই৷ অর্থাৎ বিশ্বকাপে ‘অ্যাশেজ যুদ্ধে’ জয়ী অস্ট্রেলিয়া৷ আগামী রবিবার এজবাস্টনে ভারতের কাছে হারলে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা আরো ক্ষীণ হয়ে যাবে ‘ফেভারিট’ ইংল্যান্ডের৷

টস জিতে ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান৷ দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ দারুণ শুরু করেন৷ ওপেনিং জুটিতে ১২৩ রান তোলেন ওয়ার্নার-ফিঞ্চ৷ ইনিংসের শুরুতে অস্ট্রেলিয়ার রানের গতি মন্থর থাকলেও ওয়ার্নার-ফিঞ্চ পরের দিকে রানের গতি বাড়ায়৷

দুরন্ত শতরান করেন ফিঞ্চ৷ বিশ্বকাপে এটি অজি অধিনায়কের দ্বিতীয় সেঞ্চুরি৷ তবে এক সময় মনে হয়েছিল তিনশোর গণ্ডি টপকে যাবে অজিবাহিনী৷ কিন্তু স্লগ ওভারে ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত্র বোলিংয়ে ২৮৫ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস৷ লর্ডসের বাইশ গজে এই রান তাড়া করা সহজ ছিল না ইংরেজ ব্যাটসম্যানদের কাছে৷ হলোও তাই৷ ৪৫ ওভারে শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস৷ এর ফরে ১৯৯২ বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি ইংল্যান্ড৷

ব্যক্তিগত ৫৩ রানে ড্রেসিংরুমে ফেরেন ওয়ার্নার৷ চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হাফ-সেঞ্চুরি বাঁ-হাতি অজি ওপেনারের৷ ৫০০ রান করে টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান এখন ওয়ার্নারের দখলে৷ ওয়ার্নার যখন হাফ-সেঞ্চুরিতে পৌঁছনে মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিচ্ছিলেন সুনিল গাভাস্কার৷ তিনি বলেন, ‘দর্শকদের বোঝা উচিত ওয়ার্নার ও স্মিথকে টিটকিরি করা ঠিক নয়৷ ওরা ভুল করেছিল৷ যে কেউ ভুল করতে পারে৷ যা ঘটেছিল, তা থেকে ওরা বেরিয়ে এসেছে৷’

গত বছর কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নির্বাসন কেটেছে দুই অজি তারকা ক্রিকেটার৷ নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরে ব্যাট হাতে স্বমহিমায় দেখা গিয়েছে ওয়ার্নার ও স্মিথকে৷ ওয়র্নারের পর চার নম্বরে ব্যাট করতে নামা স্মিথকেও লর্ডসের এক শ্রেণির দর্শক টিটকিরি দেন৷ গ্যালারি থেকে আওয়াজ ওঠে ‘স্মোক অন দ্য ওয়াটার’ বলে৷ স্মিথ অবশ্য এতে কর্ণপাত না করে ব্যাটিং করে যান৷ ৩৪ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাবেক অজি অধিনায়ক৷

(ঢাকাটাইমস/২৬ জুন/এসইউএল)