শচীন খেলতেন নিজের জন্য!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১২:১৭

ধোনি ফ্যানেদের হাত থেকে রেহায় পেলেন না শচীন টেন্ডুলকারও। আফগান ম্যাচে মন্থর ব্যাটিংয়ের জন্য মহেন্দ্র সিং ধোনির সামালোচনা করেছিলেন লিটল মাস্টার৷ এর ফলে শচীনকেও কটূক্তি করতে ছাড়লেন না ধোনির সমর্থকরা৷

সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে এই বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে হেলায় হারালেও আফগানিস্তানের বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়েছে বিরাট বাহিনীকে৷ হ্যাম্পশায়ার বোলের বাইশ গজে আফগানদের বিরুদ্ধে মাত্র ২২৪ রান তুলেছিল ভারত৷ পঞ্চম উইকেটে ধোনি ও কেদার যাদবের ৫৭ রানের পার্টনারশিপে ভর করে দু’শোর গণ্ডি টপকে ছিল টিম কোহলি৷

৫২ বল খেলে মাত্র ২৮ রান করেছিলেন ধোনি৷ ইনিংসের ৪৫তম ওভারে স্টাম্পড হয়ে ড্রেসিংরুমে ফেরেন ধোনি৷ ২০১১ পর ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয়বার স্টাম্প আউট হন মাহি৷ স্লগ-ওভারে স্বাভাবিক ব্যাটিং না-খেলায় ধোনির সমালোচনা করেন শচীন৷ সিনিয়র ব্যাটসম্যান হিসেবে ধোনির ইতিবাচক ব্যাটিং করা উচিত বলেও মন্তব্য করেন মাস্টার ব্লাস্টার৷

ভারতীয় ইনিংসের পর সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটিং সম্পর্কে শচীন বলেছিলেন, ‘ভারত অত্যন্ত স্লো ব্যাটিং করেছে৷ ৩৪ ওভার স্পিন খেলেও মাত্র ১১৯ রান তোলে৷ এটা আমাদের মোটেও স্বস্তি দিচ্ছে না৷ ভারতীয় ব্যাটসম্যানদের কোনও ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল না।’

কিন্তু এই মন্তব্যের জন্য শচীনকে তুলোধনা করেন ধোনি ফ্যানেরা৷ টুইটার শচীনের উদ্যেশে ধোনির এক ভক্ত লিখেছেন, ‘টেন্ডুলকার ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলেছেন। আর ধোনি দেশের জন্য৷ শচীন নয়, ধোনিই ভারতরত্ন পাওয়ার উপযুক্ত।’ অন্য এক ধোনির ভক্ত লিখেছেন, ‘শচীন ধোনিকে স্ট্রাইক রেটের কথা বলেছেন৷ কিন্তু উনি তো ৯০ থেকে ১০০ করতে দু’ডজন বল খেলতেন।’

আফগান স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা মাত্র একটি ছয় ও ১৫টি বাউন্ডারি মেরেছিলেন৷ একটি ছয় এসেছিল কেদার যাদবের ব্যাট ব্যাট থেকে৷ ধোনি ৫২ বলের ইনিংসে মাত্র ৩টি বাউন্ডারি মারেন৷ বিরাট কোহলির ৬৭ রানের ইনিংসের পর কেদারের ৫২ রান ইনিংস ছিল ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর৷

ভারতীয় ইনিংস সম্পর্কে শচীন বলেন, ‘বিরাট কোহলি আউট হওয়ার পর ৩৮ থেকে ৪৫ ওভারে ভারত বেশি রান করতে পারেনি৷ ওভারে ২ থেকে ৩টি ডট বল খেলেছে৷ মিডল-অর্ডারে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল৷ ফলে ধোনি-যাদবের উপর চাপ পড়েছিল৷ কেদারকে দেখেই বোঝা যাচ্ছিল, ও চাপের মধ্যে রয়েছে৷ তবে ধোনি-যাদবরে কাছে এই স্ট্রাইক রেট আশা করা যায় না৷’

এ নিয়ে চারটি (২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৯) বিশ্বকাপ খেলছেন ধোনি৷ তবে চলতি বিশ্বকাপে চেনা ছন্দে নেই সাবেক ভারত অধিনায়ক৷ চার ম্যাচে ধোনির ব্যাট থেকে এসেছে ৩৪, ২৭, ১ এবং ২৮ রান৷ তবে ওয়ানডে ক্রিকেট সাড়ে ১০ হাজার রান রয়েছে ধোনির৷ গড় ৫০.১৮৷ ১০টি সেঞ্চুরি এবং ৭১টি হাফ সেঞ্চুরি রয়েছে ধোনির ঝুলিতে৷ সর্বোচ্চ ১৮৩ রান৷

(ঢাকাটাইমস/২৬ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :