১৯৯২ এর পুনরাবৃত্তির আশায় পাকিস্তান

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৩:২৯ | আপডেট: ২৬ জুন ২০১৯, ১৩:৩১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

১৯৯২ সালের বিশ্বকাপের সঙ্গে এবারের বিশ্বকাপের মিল খুঁজে পাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ২৭ বছর আগের বিশ্বকাপেও ঠিক একই পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান।

সেখান থেকে ইতিহাস গড়েছিল ইমরান খানের পাকিস্তান। ফাইনালে ওয়াসিম আকরামের দুটো স্বপ্নের ডেলিভারির স্মৃতি এখনও জীবন্ত ক্রিকেটপাগলদের মনে। এবারও কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে?

চলতি বিশ্বকাপেও সময়টা ভাল যাচ্ছে না পাকিস্তানের। শেষ চারে সরফরাজ আহমেদরা যেতে পারবেন কি না, তা নিয়ে  সংশয় রয়েছে পাক-সমর্থকদের মনেও। ভারতের কাছে হারের পরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাক অধিনায়ককে।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটাও পাকিস্তানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিউইদের বিরুদ্ধে নামার আগে ‘সুলতান অফ সুইং’ জিও টিভিকে বলেন, ‘১৯৯২ সালে আমাদের মুখোমুখি হওয়ার আগে নিউজিল্যান্ড অপরাজিত ছিল। আমরা সে বার ম্যাচটা জিতেছিলাম। এবারও নিউজিল্যান্ড একটা ম্যাচও হারেনি বিশ্বকাপে। আশা করি পাকিস্তান হারাতে পারবে নিউজিল্যান্ডকে। তবে ছেলেদের সেরাটা দিতে হবে।’ 

ভারতের কাছে হারের পর দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। আগের ম্যাচে প্রোটিয়া-বাহিনী পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছে। মোহাম্মদ আমির-সরফরাজরা ১৯৯২ সাল ফেরাতে পারেন কিনা, তা বলবে সময়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বুধবার কিউইদের হারানো ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই পাকিস্তানের।

(ঢাকাটাইমস/২৬ জুন/এসইউএল)