আসামের নাগরিক তালিকা থেকে বাদ আরও লক্ষাধিক মানুষ

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৫:৪৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের আসামের আলোচিত নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন আরও লক্ষাধিক মানুষ। আগের খসড়া তালিকা থেকে ত্রুটিযুক্ত নাম বাদ দিয়ে বুধবার নতুন করে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে প্রথম প্রকাশিত তালিকায় থাকা লক্ষাধিক মানুষ বাদ পড়েছেন।

গত ৩০ জুলাই প্রকাশিত খসড়া তালিকায় তাদের নাম ছিল। তবে দ্বিতীয় তালিকায় এক লাখ দুই হাজার ৪৬২ জনকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে তারা অযোগ্য হয়েছেন তা জানা যায়নি।

এনআরসির রাজ্য কো-অর্ডিনেটরের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০০৩ সালের নাগরিকত্ব নিয়মের ৫ নং ধারা মেনে তালিকা প্রকাশ করা হয়েছে।

২০১৮ সালের ৩০ জুলাই প্রকাশিত তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি মানুষের নাম ছিল। সেই খসড়ায় বাদ পড়েছিল ৪০ লাখ মানুষ। নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই।

ঢাকা টাইমস/২৬জুন/একে