ভারত-মার্কিন সম্পর্ক দৃঢ় করার বার্তা পম্পেওর

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৫:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারত সফরে এসে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে একথা জানান পম্পেও।

আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে সাইড লাইন বৈঠকে মিলিত হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ তার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক তারই প্রস্তুতি হিসেবে দেখছে রাজনৈতিক মহল৷

জানা গিয়েছে, ট্রাম্পের একাধিক নিষেধাজ্ঞায় প্রভাব পড়েছে ভারতে। ইরান থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় সরাসরি প্রভাব পড়েছে এদেশে। রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। আর রাশিয়া থেকে বরাবরই অস্ত্র আমদানি করে থাকে ভারত। তাই এই সফরে যে বৈঠক হবে, তাতে বিভিন্ন ইস্যুতে কথা বলবে দুই দেশ।

জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মাইক পম্পেওর৷ জাপানের ওসাকায় জুন মাসের ২৮-২৯ তারিখে এই সম্মেলন হবে৷ এই প্রথমবার জাপানে বসছে জি-২০ সম্মেলনের আসর৷ এই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে পারেন পম্পেও৷ উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হতে পারে দুই দেশের৷

ঢাকা টাইমস/২৬জুন/একে