মাদকের বিরুদ্ধে রাতুল-নীলের নাটক ‘পাপ’

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৭:০১ | আপডেট: ২৬ জুন ২০১৯, ১৭:০৪

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

বর্তমান সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রতিদিন আটক, গ্রেফতার হচ্ছে মাদক কারবারি। হচ্ছে জেল-জরিমানা। আবার মাদকের মূল হোতাদের অনেকে ক্রসফায়ারের মৃত্য্যবরণও করছে। এমন সময় সরকারের সঙ্গে একাত্বতা ঘোষণা করে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হতে নির্মাণ করা হলো নাটক ‘পাপ’।

মারুফ সরকারের রচনায় ও মাহফুজ ইসলামের পরিচালনায় সম্প্রতি রুপগঞ্জের ডাক্তার বাড়ি শুটিং হাউজে শেষ হলো মাদক বিরোধী নাটক ‘পাপ।নাটকটি প্রযোজনা করেন জাকির হোসেন।

নাটকের গল্প নিয়ে মারুফ সরকার বলেন, ‘মাদক এখন আমাদের জাতীয় সমস্যা। মাদকের ভয়াল ছোবলে  শেষ হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। শিশু কিশোররাও রেহাই পাচ্ছে না এর ছোবল থেকে।’

তিনি আরো বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে নিরাপদ নয় দেশের ছাত্র ও যুব সমাজ। একটি দেশের যুব সমাজ যদি মাদকের কাছে পরাজিত হয় তবে তা দেশের জন্য ডেকে আনে মারাত্মক পরিণতি। মাদক ধীরে ধীরে একটি সমাজকে পঙ্গু করে দেয়।

শিক্ষিত অশিক্ষিত ও বয়স নির্বিশেষে সবাই মাদকের কাছে শিকার হতে পারে। মাদক নিরব ঘাতক হিসেবে পুরো জাতিকে শেষ করে দিচ্ছে। মেধাবী তরুণ প্রজন্ম আজ মাদকের ছোবলে দিশেহারা। আগামী প্রজন্ম ও জাতিকে রক্ষার জন্যই শুরু হয়েছে মাদক বিরোধী এই নাটক।’

অভিনেতা রাতুল নাটক্টি নিয়ে বলেন, ‘তিন দিন অক্লান্ত পরিশ্রম করে নাটকের কাজটি শেষ করা হয়েছে। আমাদের সমাজে মাদকের ব্যবহার ভয়াবহ আকার ধারণ করেছে। এমন একটি কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি দর্শক একটি ভালো গল্পের কাজ দেখতে পাবেন।’

তরুণ অভিনেতা নীল মিত্র বলেন, ‘পাপ নাটকে কাজ করতে যেয়ে বুঝতে পেরেছি সমাজের অবস্থা। কিভাবে তরুণ-কিশোররা মাদকের ভয়ংকর ছোবলে শেষ হয়ে যাচ্ছে। নাটকটি তরুণদের মাদকের ভয়াবহতা থেকে ফেরাতে সাহায্য করবে। খুব ভালো একটি কাজ হয়েছে। কাজটি করতে পেরে আমি খুব আনন্দিত।’   

রাতুল ও নীল ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেবেকা রউফ,সুশীল রায়, হাসিমুন, বিপ্লব,  এম.আর.জে শান্ত, প্রিয়, সানজিয়া মুন, মায়া মিতু, জান্নাত, সুরভী, আফসানা ও মিতু। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন নাটকের রচয়িতা মারুফ সরকার।

নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। দর্শকদের সচেতনতামূলক এ নাটকটি দেখার জন্য আহ্বান জানান পরিচালক মারুফ সরকার।

ঢাকাটাইমস/২৬জুন/এসএস