এবার বেরোবি ক্যাফেটেরিয়ার নতুন পরিচালকেরও পদত্যাগ

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৭:২৮

বেরোবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাফেটেরিয়ার সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামানও পদত্যাগ করেছেন। ২৩ জুন (রবিবার) রেজিস্ট্রার দপ্তরে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

জানা গেছে, পরিচালককে না জানিয়ে ক্যাফেটেরিয়া লিজ দেয়ার অভিযোগ এনে গত ২০ জুন পদত্যাগ করেন বেরোবি ক্যাফেটেরিয়ার পরিচালক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মাজহারুল আনোয়ার। সেদিনই পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামানকে ক্যাফেটেরিয়ার নতুন পরিচালকের দায়িত্ব দেয়া হয় এবং তিনি ওই তারিখেই যোগদান করেন। দায়িত্বগ্রহণের এক কর্মদিবসের পর গত ২৩ তারিখে তিনি রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা দেয়ার ব্যাপারে ড. শাহজামান বলেন, ‘গত ২৩ জুন আমি রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছি। ব্যক্তিগত কারণে আমি  পদত্যাগ করেছি।

এ ব্যাপারে জানতে রেজিস্ট্রার দপ্তরে গেলে রেজিস্ট্রারকে দপ্তরে পাওয়া যায়নি।  পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)