ময়মনসিংহে অর্থ আত্মসাতে গ্রামীণ ব্যাংক ম্যানেজারের কারাদণ্ড

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৬ জুন ২০১৯, ১৭:৫৩

ময়মনসিংহে দুদকের করা মামলায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বদিউজ্জামানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। একই সঙ্গে ব্যাংকের আত্মসাত করা ৩ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ময়মনসিংহের বিশেষ জজ আদালতের হাকিম শেখ আব্দুল আহাদ এ রায় দেন। এ দিন বিকাল ৫টার দিকে দুর্নীতি দমন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, আসামি বদিউজ্জামান ২০১০ সালের ১ জানুয়ারি হতে ২ আগস্ট গ্রামীণ ব্যাংকের জেলার ঈশ^রগঞ্জ উপজেলার তারুন্দিয়া শাখার ম্যানেজার থাকাকালে ছয়জন গ্রাহকের সাথে প্রতারণা গ্রাহকদের সঞ্চয়ের টাকা আত্মসাত করেন। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের সাবেক সহকারী পরিচালক মাসুদুর রহমান (বর্তমানে উপ-পরিচালক) বাদী ২০১৬ সালের ১২ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

ওই কর্মকর্তা তদন্ত শেষে ২০১৭ সালের ২৪ জুলাই কমিশনের অনুমোদন নিয়ে চার্জশিট দাখিল করেন। বিচার প্রক্রিয়ার সকল ধাপ শেষে বুধবার ময়মনসিংহের বিশেষ জজ আদালত তাকে এ দণ্ড দেয়।

এই মামলায় দুর্নীতি দমন কমিশনের পিপি ছিলেন কাজী শফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :