‘গণমাধ্যমের কাছে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পেতে চাই’

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৮:৫১ | আপডেট: ২৬ জুন ২০১৯, ২১:০৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

আমরা দেশের উন্নয়ন ও অগ্রগতি দেখতে চাই, এই জন্য গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ সব সময় পেতে চাই। ফেক নিউজ সমাজের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করে বলে মনে করেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার।

বুধবার বিকালে নবাগত এই জেলা প্রশাসক ফরিদপুরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির অতুল সরকার বলেন, ‘একজন ভালো সাংবাদিক সমাজের দর্পন হিসেবে কাজ করে। ’

তিনি বলেন, ‘আমরা সব সময় ভালোর সঙ্গে থাকতে চাই, মন্দকে পরিহার করে সামনের দিয়ে এগিয়ে যেতে সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।’

নতুন এই জেলা প্রশাসক বলেন, ‘যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তার জেলায় কাজ করাটা অনেক ভাগ্যের। তিনি ফরিদপুরের সকল পর্যায়ের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন।’

সভায় আরো বক্তব্য দেন- ফরিদপুর প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, প্রফেসর শাহজাহান, অধ্যাপক রেশাদুল হাকিম, পান্না বালা, হাসনউজ্জামান, কামরুজ্জামান সোহেল, বিজয় পোদ্দার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)