বঙ্গবন্ধু সাফারি পার্কে টিকিটের মূল্য বেশির প্রমাণ পেল দুদক

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৮:৫২

নিজস্বব প্রতিবেদক, ঢাকাটাইমস

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে আগত দর্শনার্থীদের থেকে টিকিট বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে বুধবার এ অভিযান পরিচালিত হয়। দুদক টিম জানতে পারে, সাফারি পার্কটি পরিচালনার জন্য মেসার্স শিমুল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়। কিন্তু ইজারার শর্তে ছাত্র প্রতি ১০ টাকা, অপ্রাপ্তবয়স্ক প্রতি ২০ টাকা এবং প্রাপ্তবয়স্ক প্রতি ৫০ টাকা গ্রহণের কথা থাকলেও সকল ক্ষেত্রেই ৫০ টাকা নেয়া হচ্ছে এমন প্রমাণ পাওয়া যায়। এভাবে জনসাধারণের বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে আত্মসাৎ করা হচ্ছে জানতে পেরে দুদক টিম অবিলম্বে টিকেট কাউন্টারের পাশে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করে।

(ঢাকাটাইমস/২৬জুন/জেআর/ইএস)