চট্টগ্রামে বঙ্গবন্ধু সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৯:১৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

প্রস্তাবিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (সাবেক পিসি রোড) সড়কের উন্নয়ন ও সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে নয়াবাজার চত্বরে এই কাজের ফলক উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এ সড়কের আনন্দপুরী থেকে মাজার পর্যন্ত উন্নয়ন ও সম্প্রসারণের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ কোটি টাকা।

এছাড়া এই সড়কে ৮৫০ রকমের গাছ-গাছালি লাগানো হবে। যা এলাকাটি হবে  দৃষ্টিনন্দন।

এসময় উপস্থিত ছিলেন- কাউন্সিলর এম এম এরশাদ উল্লাহ, সাবের আহমেদ, মোরশেদ আক্তার, আবুল হাশেম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন খানম, ফারহানা জাবেদ, চসিক অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কান্তি দাশ, চসিক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক অসীম বড়ুয়া এবং জেবি কন্সক্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মনজুরুল আলম মঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকাটাইমস/২৬জুন/এলএ