পাওনা ১০০ টাকা চাওয়ায় খালাত ভাইকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ১৯:১৯ | আপডেট: ২৬ জুন ২০১৯, ২০:১৪

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার লাকসামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ছুরিকঘাতে মো. নজরুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

পৌরশহরের পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানা পুলিশ

বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত পারভেজ ওরফে কালাকে (২০) গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে পারভেজ ওরফে কালা নজরুল ইসলামের কাছ থেকে ১০০ টাকা ধার নেন। সম্পর্কে তারা খালাত ভাই। গত মঙ্গলবার রাতে কালা নজরুলের বাড়িতে গেলে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালা ছুরি দিয়ে নজরুলের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে প্রথমে লাকসাম সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে নজরুলের মৃত্যু হয়।

আট মাস আগে নজরুলের বিয়ে হয়। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় বুধবার নজরুলের পিতা মো. আলী আকবর বাদী হয়ে মো. পারভেজ ওরফে কালাকে একমাত্র আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ঘাতক মো. পারভেজ ওরফে কালাকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকাটাইমস/২৬জুন/ইএস