প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে আর্কিটেকচার ডে অ্যান্ড গ্রান্ড জুরি

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ২০:০৯

ঢাকাটাইমস ডেস্ক

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের সামার সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে ১৮-১৯ জুন, ২০১৯ দুই দিনব্যাপী শিক্ষা সমাপনী আর্কিটেকচার ডে অ্যান্ড গ্রান্ড জুরি সামার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী।

প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস-এর ডিন, প্রফেসর ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর শেখ মো. হাসানুজ্জামান।

স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ সাইফুজ্জামান প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন।
প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারকের দায়িত্বে ছিলেন এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাস্তব বিষয়ের উপর বিভিন্ন অভিজ্ঞতার আলোকে মতামত তুলে ধরেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আর্কিটেক্ট আলী নকী, বাংলাদেশ সরকারের সাবেক চিফ আর্কিটেক্ট, আর্কিটেক্ট আব্দুস সালাম, বিখ্যাত আর্কিটেক্ট রফিক আজম এবং আর্কিটেক্ট বিকাশ সাউদ আনসারী।

এ প্রদর্শনীতে স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্রছাত্রীরদের নির্মিত তিনটি সেশনে পনেরটি প্রজেক্ট প্রদর্শিত হয়  এবং বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অন্যান্য ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সিঅ্যান্ডএস ইলেক্ট্রিক, আরটেক, রিকল বাংলাদেশ লিমিটেড, বিল্ট টুমোরা, ট্রিস্টার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এবং ট্রান্সকম বেভারেজ বাংলাদেশ লিমিটেড।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)