‘মাদকযুদ্ধে কতটুকু জয়ী বিচারের সময় আসেনি’

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ২০:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদকের বিরুদ্ধে যুদ্ধে কতটুকু জয়ী হয়েছি সেটি বিচারের সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। তিনি বলেন, ‘তবে মাদকের ভয়ালতা থেকে দেশকে মুক্ত করব। এজন্য সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে।’

বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটোরিয়ামে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আরুপ রতন চৌধুরী, ইউল্যাবের বোড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বর্তমান উপাচার্য ড. এইচ এম জহিরুল হক প্রমুখ।

র‌্যাবের প্রধান বলেন, ‘মাদক প্রতিরোধ করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব না, এটি আমাদের দেশের সমস্যা। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক নির্মূল অভিযান কোনো ছোট অপারেশন না। মাদকের বিরুদ্ধে আন্দোলনে আমরা কতটুকু জয়ী হয়েছি সেটা বিবেচনা করার এখনো সময় আসেনি। তবে মাদকের এই ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করব।’

‘বাঙালি বীরের জাতি, আমরা ঐক্যবদ্ধ হলে যেকোনো বিজয় ছিনিয়ে আনতে পারি। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক ঐক্যবদ্ধ হতে হবে।’

বেনজির বলেন, ‘আমাদের দেশে মাদক তৈরি হয় না। মাদকের সব চালান পার্শ্ববর্তী দুইটি দেশ থেকে আসে। আগে ফেনসিডিল আসত এখন ইয়াবার চালান আসছে। ইয়াবার বড় বড় কারবারিরা ধরা পড়ছে। অনেকে জেলখানায় রয়েছে। মামলা হচ্ছে। মাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হচ্ছে। এরই মধ্যে র‌্যাব প্রায় সাতশ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে র‌্যাব প্রধান বলেন, ‘তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। তোমাদের স্বপ্নকে অনুসরণ কর এবং সেটা অবশ্যই সততার সঙ্গে করতে হবে। একজনকে দেখে তার মতো হবার দরকার নেই। তুমি যদি একটা কিছু হতে চাও সেটার জন্য স্বপ্ন থাকতে হবে।’

(ঢাকাটাইমস/২৬জুন/এসএস/জেবি)