সিরাজদিখানে সাপের দংশনে দুইজনের মৃত্যু

প্রকাশ | ২৬ জুন ২০১৯, ২১:২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজদিখান উপজেলায় সাপের দংশনে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। একজন উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের শিলা বনিক এবং অপরজন শোয়েব আহমেদ সাদ্দিন নামে দেড় বছরের শিশু।

বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিশুর বাবা সুমন বলেন, ছেলেটা খেলার সময় মাটির গর্তে হাত দিলে সাপ দংশন করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকা নেয়ার জন্য বলে। সাথে সাথে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রবিন্দ্র বনিকের চাচাত ভাই বিশ্বনাথ বনিক বলেন, ‘মঙ্গলবার রাত নয়টার দিকে ঘরে বাতি জ্বালানোর সময় শিলা বনিককে একটি বিষধর সাপ দংশন করে। ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, ‘শিলা নামে সাপে কাটা রোগী এখানে আসেনি। তবে সাদ্দিন নামে এক শিশু আসছিল, তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।’

 

সিরাজদিখান থানা ওসি ফরিদ উদ্দিন বলেন, ‘এ বিষয় আমাকে এখনো কেউ জানায়নি।’

(ঢাকাটাইমস/২৬জুন/এলএ)