চেন্নাইয়ের পানি সংকটে চিন্তিত লিওনার্দো

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ০৯:৪৫ | আপডেট: ২৭ জুন ২০১৯, ০৯:৫২

বিনোদন ডেস্ক

পরিবেশ এবং বন্য প্রাণী সংরক্ষণের জন্য দেশ-বিদেশে বহু উল্লেখযোগ্য কাজ করেছেন হলিউডের ডাকসাইটে অভিনেতা ও পরিবেশপ্রেমী লিওনার্দো ডি ক্যাপ্রিও। এশিয়ার অন্যতম দেশ ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল লিও।

বর্তমানে ভারতের খরা পরিস্থিতি এবং চেন্নাইয়ের মতো শহরে যে পানি সংকট দেখা দিয়েছে তা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন ‘টাইটানিক’ খ্যাত লিওনার্দো। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী চেন্নাইয়ের যে চারটি পানির রিজারভয়ার রয়েছে, তার পানি প্রায় তলানিতে এসে ঠেকেছে। ফলে প্রতিদিন অবস্থা আরও শোচনীয় হয়ে উঠছে। এমন অবস্থায় উৎকন্ঠা প্রকাশ করেছেন লিও।

বিবিসি নিউজের একটি পোস্ট তিনি শেয়ার করে লিখেছেন, এই চরম অবস্থা থেকে চেন্নাইকে একমাত্র বাঁচাতে পারে পর্যাপ্ত বৃষ্টি। শুধুমাত্র চেন্নাইয়ের পানি সংকট নয়, ভারতের বিভিন্ন পরিবেশ সংক্রান্ত বিষয় সম্পর্কে তিনি যে যথেষ্ট খবর রাখেন তা বোঝা যায় কিছুদিন আগে করা তার একটি পোস্ট দেখলে।

গাজিপুরের আবর্জনার স্তুপের পাশে তাজ মহলের একটি ছবি পোস্ট করে লিওনার্দো লেখেন, ‘আর কিছুদিনের মধ্যেই আবর্জনার এই স্তুপ তাজ মহলের উচ্চতাকে ছাড়িয়ে যাবে।’

ঢাকাটাইমস/২৭ জুন/এএইচ