চাপ কাটাতে সুইপের মহড়া ধোনির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০১৯, ১১:৫৯

মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে বোঝার উপায় নেই যে তিনি চাপে আছেন কি না। সেই কারণেই তো তার নামকরণ হয়েছে ‘ক্যাপ্টেন কুল’। আজ ওল্ড ট্র্যাফোর্ডে হাইপ্রেশার ম্যাচ খেলতে নামছেন তিনি! গোটা ক্রিকেট বিশ্ব দেখার অপেক্ষায় সাউদাম্পটনে ঠুকুর ঠুকুর ব্যাটিংয়ের পরে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কী করেন তিনি? আর সেই দ্বৈরথের প্রস্তুতি নেওয়ার সময়েও বরফশীতল ধোনি!

এক সাংবাদিক তার সঙ্গে ছবি তুলতে চাইলেন। ধোনি তখন নেটে ব্যাট করে বেরিয়ে আসছেন। ফিরে যাবেন ড্রেসিংরুমে। সেই সাংবাদিকের দেখাদেখি আরও অনেকে এগিয়ে এসে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলেন। ধোনি বাকিদের থামিয়ে দিয়ে বলে উঠলেন, ‘আমি কোনও রিটায়ারমেন্ট প্রেস কনফারেন্স করছি না এখানে’! খবর আনন্দবাজারের।

একটু আগে ধোনির প্রতিপক্ষ ক্রিস গেইল জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। গেইলের বয়স ৩৯, ধোনির ৩৭। দু’জনেই আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও যথেষ্ট কার্যকরী। কিন্তু পঞ্চাশ ওভারের ব্যাটিং গতির সঙ্গে তাল রাখতে পারছেন কি না, সেই প্রশ্ন উঠছে।

প্রশ্ন হচ্ছে, দলের পক্ষ থেকে কি ধোনিকে জানানো হয়েছে, তার মন্থর ব্যাটিংয়ে ধাক্কা খেতে পারে জয়ের সম্ভাবনা? বলা হয়েছে কি যে, ইতিবাচক ব্যাটিং আশা করা হচ্ছে তোমার থেকে? ভারতীয় শিবিরের পক্ষ থেকে এ দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বোলিং কোচ বি অরুণ। তাকে এই প্রশ্ন করা হল। অরুণ বলেন, ‘রবি শাস্ত্রী সকলের সঙ্গে সব সময় কথা বলতে থাকে।’ সাউদাম্পটনে ধোনির মন্থর ইনিংস নিয়ে তার সংযোজন, ‘পরিস্থিতি বিচারে ও রকম ইনিংস খেলেছে ধোনি। ও আউট হয়ে গেলে আরও খারাপ অবস্থা হতে পারত দলের।’ যখন বলা হল, একই পিচে তো কোহালি ব্যাট করছেন এবং একশোর উপর স্ট্রাইক রেট ছিল তার, বোলিং কোচের জবাব, ‘কোহালি সব ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার সঙ্গে অন্য কারও তুলনা করা ঠিক হবে না।’

নেট প্র্যাক্টিসে ধোনিকে দেখে অবশ্য মনে হচ্ছিল, হয় দলের পক্ষ থেকে বার্তা গিয়েছে তার কাছে আর নয়তো নিজেই বুঝে গিয়েছেন, এই ব্যাটিং দিয়ে চলবে না। অন্তত এটুকু তো বলা যেতেই পারে যে, এতটা মন্থর ব্যাটিং করলে প্রতিপক্ষ বোলাররাও তো মাথায় চেপে বসবে। তাতে পুরো ব্যাটিং বিভাগ চাপে পড়ে যাবে।

আফগানিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ঠোক্কর খেতে খেতে ৫২ বলে ২৮ করেছিলেন ধোনি। তারপর বুধবার নেট প্র্যাক্টিসে তাকে সুইপ শট মারার চেষ্টা করতে দেখা গেল। যে শট তিনি সচরাচর খেলেনই না।

আর হেড কোচ শাস্ত্রীকে দেখা গেল, তীক্ষ্ম নজর রেখে যাচ্ছেন ধোনির ব্যাটিংয়ে। প্রচুর ‘ডট’ (যে বলে রান হয় না) বল খেলছেন ধোনি। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে গিয়েও সমস্যায় পড়ছেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ক্রিজে আটকে যাচ্ছেন তিনি। বিশেষজ্ঞেরা মনে করছেন, ধোনি এখনও বড় শট খেলে দিতে পারবেন। কিন্তু খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখা এবং স্ট্রাইক ঘোরানোর কৌশল হারিয়েছেন তিনি। এদিন নেটে ব্যাটিং করার ধোনিকে দেখা গেল, প্রত্যেকটা বলেই স্কোরিং শট খেলার চেষ্টা করছেন। আফগানিস্তান ম্যাচের মতো একেবারে ‘ডেড ব্যাট’ এগিয়ে দিচ্ছিলেন না।

ঢাকা টাইমস/২৭জুন/একেচাপ কাটাতে সুইপের মহড়া ধোনির

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস

মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে বোঝার উপায় নেই যে তিনি চাপে আছেন কি না। সেই কারণেই তো তার নামকরণ হয়েছে ‘ক্যাপ্টেন কুল’। আজ ওল্ড ট্র্যাফোর্ডে হাইপ্রেশার ম্যাচ খেলতে নামছেন তিনি! গোটা ক্রিকেট বিশ্ব দেখার অপেক্ষায় সাউদাম্পটনে ঠুকুর ঠুকুর ব্যাটিংয়ের পরে ম্যাঞ্চেস্টারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কী করেন তিনি? আর সেই দ্বৈরথের প্রস্তুতি নেওয়ার সময়েও বরফশীতল ধোনি!

এক সাংবাদিক তার সঙ্গে ছবি তুলতে চাইলেন। ধোনি তখন নেটে ব্যাট করে বেরিয়ে আসছেন। ফিরে যাবেন ড্রেসিংরুমে। সেই সাংবাদিকের দেখাদেখি আরও অনেকে এগিয়ে এসে ছবি তোলার ইচ্ছা প্রকাশ করলেন। ধোনি বাকিদের থামিয়ে দিয়ে বলে উঠলেন, ‘আমি কোনও রিটায়ারমেন্ট প্রেস কনফারেন্স করছি না এখানে’! খবর আনন্দবাজারের।

একটু আগে ধোনির প্রতিপক্ষ ক্রিস গেইল জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। গেইলের বয়স ৩৯, ধোনির ৩৭। দু’জনেই আইপিএল এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও যথেষ্ট কার্যকরী। কিন্তু পঞ্চাশ ওভারের ব্যাটিং গতির সঙ্গে তাল রাখতে পারছেন কি না, সেই প্রশ্ন উঠছে।

প্রশ্ন হচ্ছে, দলের পক্ষ থেকে কি ধোনিকে জানানো হয়েছে, তার মন্থর ব্যাটিংয়ে ধাক্কা খেতে পারে জয়ের সম্ভাবনা? বলা হয়েছে কি যে, ইতিবাচক ব্যাটিং আশা করা হচ্ছে তোমার থেকে? ভারতীয় শিবিরের পক্ষ থেকে এ দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন বোলিং কোচ বি অরুণ। তাকে এই প্রশ্ন করা হল। অরুণ বলেন, ‘রবি শাস্ত্রী সকলের সঙ্গে সব সময় কথা বলতে থাকে।’ সাউদাম্পটনে ধোনির মন্থর ইনিংস নিয়ে তার সংযোজন, ‘পরিস্থিতি বিচারে ও রকম ইনিংস খেলেছে ধোনি। ও আউট হয়ে গেলে আরও খারাপ অবস্থা হতে পারত দলের।’ যখন বলা হল, একই পিচে তো কোহালি ব্যাট করছেন এবং একশোর উপর স্ট্রাইক রেট ছিল তার, বোলিং কোচের জবাব, ‘কোহালি সব ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার সঙ্গে অন্য কারও তুলনা করা ঠিক হবে না।’

নেট প্র্যাক্টিসে ধোনিকে দেখে অবশ্য মনে হচ্ছিল, হয় দলের পক্ষ থেকে বার্তা গিয়েছে তার কাছে আর নয়তো নিজেই বুঝে গিয়েছেন, এই ব্যাটিং দিয়ে চলবে না। অন্তত এটুকু তো বলা যেতেই পারে যে, এতটা মন্থর ব্যাটিং করলে প্রতিপক্ষ বোলাররাও তো মাথায় চেপে বসবে। তাতে পুরো ব্যাটিং বিভাগ চাপে পড়ে যাবে।

আফগানিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ঠোক্কর খেতে খেতে ৫২ বলে ২৮ করেছিলেন ধোনি। তারপর বুধবার নেট প্র্যাক্টিসে তাকে সুইপ শট মারার চেষ্টা করতে দেখা গেল। যে শট তিনি সচরাচর খেলেনই না।

আর হেড কোচ শাস্ত্রীকে দেখা গেল, তীক্ষ্ম নজর রেখে যাচ্ছেন ধোনির ব্যাটিংয়ে। প্রচুর ‘ডট’ (যে বলে রান হয় না) বল খেলছেন ধোনি। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখতে গিয়েও সমস্যায় পড়ছেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে ক্রিজে আটকে যাচ্ছেন তিনি। বিশেষজ্ঞেরা মনে করছেন, ধোনি এখনও বড় শট খেলে দিতে পারবেন। কিন্তু খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখা এবং স্ট্রাইক ঘোরানোর কৌশল হারিয়েছেন তিনি। এদিন নেটে ব্যাটিং করার ধোনিকে দেখা গেল, প্রত্যেকটা বলেই স্কোরিং শট খেলার চেষ্টা করছেন। আফগানিস্তান ম্যাচের মতো একেবারে ‘ডেড ব্যাট’ এগিয়ে দিচ্ছিলেন না।

ঢাকা টাইমস/২৭জুন/একে

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের, দলে দুই নতুন মুখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :