প্রকাশ্যে হত্যা: দুইটার মধ্যে ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ১২:৫৩ | আপডেট: ২৭ জুন ২০১৯, ১৪:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরগুনায় এক যুবককে তার স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বেলা দুইটার মধ্যে জানতে চেয়েছে হাই কোর্ট।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে।

আগের দিক বরগুনায় এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত। মেয়েটি তার জীবনসঙ্গীনিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছে। আশেপাশে মানুষ থাকলেও তারা কেউ এগিয়ে আসেনি। বরং তারা মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত ছিল।

এই হত্যার ভিডিওটি ভাইরাল হলে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দাবি উঠেছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির।

এরই মধ্যে মামলা হয়েছে সন্দেহভাজন খুনিদের বিরুদ্ধে। তাদের ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। আর এদের একজন এরই মধ্যে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী  রুহুল কুদ্দুস কাজল এ ঘটনায় গণমাধ্যমের প্রতিবেদন আদালতের নজরে আনেন। এরপর বরগুনার ডিসি ও এসপির সঙ্গে যোগাযোগ করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাসারকে নির্দেশ দেন দুই বিচারক।

এ ঘটনায় এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুপুর দুই টার মধ্যে আদালতকে জানাতে বলা হয়।

এই হত্যার ঘটনাটি নির্বিকার ভঙ্গিতে দেখার ঘটনায় সমালোচনাও করেন দুই বিচারক। আদালত বলে, ‘দেশের পরিস্থিতি কোথায় গেছে! অনেকে দাঁডিয়ে দেখলেন। কেউ প্রতিবাদ করলেন না। সমাজ কোথায় যাচ্ছে? আমরা সবাই মর্মাহত।’