তাহিরপুরে নদীতে লাকড়ি ধরতে গিয়ে গৃহবধূ নিখোঁজ

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ১৩:১২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ী ঢলের পানিতে লাকড়ি ধরতে গিয়ে রোজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামে বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

রোজিনা বেগম দক্ষিণকূল গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

এলাকাবাসীর বরাত দিয়ে বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, গত দুইদিনের ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ী ঢলের পানির সঙ্গে বৌলাই নদী দিয়ে লাকড়ি ভেসে আসছিল। রোজিনা বেগম সেসব লাকড়ি ধরতে নদীতে নামলে তিনি আর তীরে উঠতে পারেননি। তলিয়ে যান পানির নীচে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় লোকজন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘নিখোঁজ গৃহবধূকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ঢাকাটাইমস/২৭ জুন/এএইচ