সুবলংয়ে সন্ত্রাসীদের গুলিতে পানিতে ডুবে সংস্কারপন্থী নিখোঁজ

রাঙামাটি প্রতিনিধি
 | প্রকাশিত : ২৭ জুন ২০১৯, ১৩:২৮

রাঙামাটির সুবলং এলাকায় সন্ত্রাসীদের গুলিতে কোকো চাকমা নামে এক জেএসএস সংস্কারপন্থী সদস্য পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সুবলংয়ের নারিকেল বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

কোকো সংস্কারপন্থী সদস্যদের স্পিড বোট চালক। রাঙামাটি পুলিশ তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে রাঙামাটি থেকে একটি স্পিডবোট লংগদুর দিকে যাচ্ছিল। বোটটি সুবলং এলাকায় গেলে সংস্কারপন্থীর লোকজন সেটির গতিরোধের চেষ্টা করে। চালক বোটটিকে দ্রুতগতিতে চালিয়ে নিয়ে গেলে অপর একটি স্পিডবোট নিয়ে সংস্কারের লোকজন তাড়া করতে থাকে। বোটটি নারিকেল বাগান এলাকায় পৌঁছালে হ্রদের পাড় থেকে অস্ত্রধারীরা বোটকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। তখন বোটে থাকা তিন সদস্য প্রাণ রক্ষায় পানিতে ঝাপ দেয়। পরে দুজন সদস্য তীরে উঠতে সক্ষম হলেও পানিতে ডুবে নিখোঁজ হয় কোকো। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরীরা।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘গোলাগুলির খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ঢাকাটাইমস/২৭ জুন/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :