কোহলির নয়া কীর্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ জুন ২০১৯, ২৩:১৩ | প্রকাশিত : ২৭ জুন ২০১৯, ১৭:২৯

আরেক মহা কীর্তি গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পেছনে ফেললেন শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। তিন ফরম্যাট মিলে সবচেয়ে কম ইনিংস খেলে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে বৃহস্পতিবার নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যান ভারত অধিনায়ক।

এ ম্যাচের আগে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজার ৯৬৩ রানের মালিক ছিলেন কোহলি। ২০ হাজারের মাইলফলক গড়ার জন্য ৩৭ রান দূলে ছিলেন ভারত অধিনায়ক। সাবলীল ব্যাটিংয়ে অনায়াসে এই রান তুলে নেন কোহলি।

এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন মোট এগারো জন ক্রিকেটার। যার মধ্যে আছেন দুই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। অর্থাৎ, ২০ হাজার রান করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান কোহলি। তবে কোহলি ২০ হাজার রান করেন দ্রুততম ব্যাটসম্যান হিসেবে।

বৃহস্পতিবারের ম্যাচের আগে পর্যন্ত ৪১৬ ইনিংসে ব্যাট করে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজার ৮৭ রান, টেস্টে ৬৬১৩ রান এবং টি-টোয়েন্টিতে ২২৬৩ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতমত বিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার মোট দু'জন। তারা হলেন দুই ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ও শচিন টেন্ডুলকার। তারা দুজনেই ৪৫৩ ইনিংস খেলে অবিশ্বাস্য এই মাইলফলক স্পর্শ করেন।

এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন কোহলি। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন তিন অর্ধশতক। ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষেও দরুণ ব্যাটিং করছিলেন কোহলি। দলকে দারুণ জায়গায় নিয়ে যাচ্ছেন তিনি।

সর্বশেষ, ২৬ ওভারে দুই উইকেটে ১২৪ রান তুলেছে ভারত। কার্যত শেষ চারের আশা নেই ওয়েস্ট ইন্ডিজের। ৬ ম্যাচে মাত্র এক জয়ে তাদের পয়েন্ট ৩। অন্যদিকে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে ভারত। আজ জিতলেই শেষ চার নিশ্চিত হয়ে যবে ভারতের।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, শেল্ডন কোটরেল, ক্রিস গেইল, শাই হোপ (উইকেটরক্ষক), কেমার রোচ, ওশানে টমাস, সুনীল অ্যামব্রিস, ফ্যাবিয়েন অ্যালেন, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার।

ভারতের একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল, কুল

(ঢাকাটাইমস/২৭জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :