রাঙামাটিতে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২৭ জুন ২০১৯, ২২:০৪

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

বিএসটিআই কর্তৃক অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বেলা ১১টা হতে বিকাল তিনটা পর্যন্ত অভিযানে দুই প্র‌তিষ্ঠান‌কে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অভিযা‌নে বিএস‌টিআই মান পরীক্ষায় অনুত্তীর্ণ রাঁধুনী ধনিয়া ও জিরা গুড়া, সান‌চিপস (ট‌মে‌টো ট্যাং‌গো) ধ্বংসসহ একটি লি‌খিত অভিযোগও নিষ্প‌ত্তি করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাঙামা‌টি জেলার সহকারী প‌রিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। বি আলম স্টোর‌কে রাঁধুনী ব্যা‌ন্ডের গুড়া জিরা ও ধ‌নিয়া বিক্র‌য়ের জন্য দুই হাজার টাকা জরিমানা ক‌রে এবং ৩২ প্যা‌কেট ব‌র্ণিত পণ্য জব্দ করা হয়। হিলমুন স্টোরকে সান চিপস (ট‌মে‌টো ট্যাং‌গো) বিক্রির জন্য তিন হাজার টাকা জ‌রিমানা এবং ১৬ প্যা‌কেট চিপস ধ্বংস করা হয়। 

(ঢাকাটাইমস/২৭জুন/এলএ)