জুতার ভেতরে আড়াই হাজার ইয়াবা

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
| আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:৪২ | প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ১২:৪০

ময়মনসিংহে জুতায় করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার পিস ইয়াবা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, নাসরিন আক্তার, চায়না বেগম এবং মো. হাবিবুল ইসলাম ওরফে আসিফ ।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন জানান, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ ও এসআই নাজিম উদ্দিন নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় ।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মো. হাবিবুল ইসলাম ওরফে আসিফের কাছ থেকে ছয় শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা খাবার হোটেলের সামনে পাকা রাস্তার পাশ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরিহিত জুতার ভেতর থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৮জুন/এমডি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :