অপরাধের অভিযোগ থাকলে আ.লীগের সদস্য নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুন ২০১৯, ১৮:৪৯ | প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ১৮:২৮
ফাইল ছবি

কারো বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে বা স্বাধীনতাবিরোধীর নিকটাত্মীয় হলে কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তবে দূর সম্পর্কের আত্মীয়ের ভূমিকা বিবেচনায় নেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

কাদের বলেন, ‘আমরা সদস্য সংগ্রহ শুরু করে দিয়েছি। নতুন সদস্য সংগ্রহ করা হবে, আর যারা আগে আছেন তাদের নবায়ন করতে হবে। আমাদের পার্টির সভাপতির নির্দেশক্রমে আমি সকল জেলা উপজেলার নেতাদের সদস্য সংগ্রহ ও নবায়ন বই সংগ্রহ করার জন্য নির্দেশনা দিচ্ছি।’

আওয়ামী লীগ প্রতি বছর ঘটা করে দলের সদস্য সংগ্রহ অভিযান চালায়। কয়েক লাখ কর্মী যোগাড় করাই দলটির লক্ষ্য থাকে।

এবার সদস্য সংগ্রহের ক্ষেত্রে স্বাধীনতাবিরোধী জামায়াত পরিবারের সংশ্লিষ্ট থাকলে নেওয়া হবে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গত বছর আমরা সদস্য সংগ্রহ অভিযান চালিয়েছি এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে। শেষ হওয়া পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোন অভিযোগ পড়েনি। এবারকার নির্বাচনে অনেক নবীন কাজ করেছে। আমরা এবার তাদেরকে সদস্য করব। অন্যান্য দলের কাউকে সদস্য করার ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। তবে যুদ্ধাপরাধীদের ছেলে, এসব বিষয়ে গুলো স্ট্রিক্টলি দেখা হবে।’

‘আমরা যাকে সদস্য করব তার বিষয়টা দেখব। সে কী করত, তার কোন ক্রিমিনাল অফেন্স আছে কি না, কোন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে যুক্ত আছে কি না। সেটাকে আমরা মূল বিবেচনায় নেব। সে আসলে কে সেটা আমরা দেখতে যাবো। স্বাধীনতার ৪৭ বছর পর তার বাবা বা পরিবার কী ছিল সেটা নয়। তার বাবা মা একদম নিকটাত্মীয়ের বিষয়টা আলাদা। এই বিষয়টা আমরা স্ট্রিক্টলি দেখব।’

ঢাকাটাইমস/২৮জুন/এনআই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :