জামায়াতের কী পাল্টায়, দেখতে চায় আ. লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ১৮:৪৮

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের দোসর জামায়াতে ইসলামী রূপ পাল্টে আসছে কি না, সেটা দেখার অপেক্ষায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ।

‘১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। এই জামায়াত দেশপ্রেমিক’- বিএনপির জোটসঙ্গী এলডিপি নেতা অলি আহমেদের বক্তব্যের জবাবে এ কথা বলেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা কাদেরের কাছে প্রশ্ন রাখেন মুক্তিযোদ্ধা অলি আহমেদের বক্তব্য নিয়ে।

এলডিপি প্রধানকে আওয়ামী লীগ নেতা বলেন, ‘তারা (জামায়াত) কি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে? আর সেটা কতোটা করে, সেটা তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। এর জন্য অপেক্ষা করতে হবে।’

‘আসলে বাস্তবতাটা কী সেটা দেখতে হবে সরেজমিনে। তারা পরিবর্তিত কোন রুপ নিয়ে এসেছে কি না। এটা তাদের কার্যাক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হবে।’

অলি আহমেদের নতুন ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ নিয়ে আসার কথা বলছেন। সেটি কেমন হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আসুক, গণতান্ত্রিক রাজনীতিতে আসুক। নতুন প্ল্যাটর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাব, আমরা এর বিরুদ্ধে নয়। নতুন প্ল্যাটফর্ম এসে রাজনীতিটা কী করছে সেটার উপর নির্ভর করছে আসলে তারা কী চায়।’

বরগুনায় প্রকাশ্যে তরুণকে কুপিয়ে হত্যা ‘বিচারহীনতার’ ফসল বলে বিএনপি যে বক্তব্য দিয়েছে, তারও জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, ‘এই দেশে বিচারহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। তাদের মুখে এই কথা শোভা পায় না।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও আনোয়ার হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৮জুন/এনআই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :