পুলিশে চাকরি: ঘুষ দেয়ার চেষ্টায় একজন আটক

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ১৯:৪৮

ভাতিজাকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য জার্সির মধ্যে অভিনব কায়দায় ঘুষ দেয়ার চেষ্টা করেও রক্ষা পেলেন না চাচা নূরুল ইসলাম। সাত লাখ টাকা ঘুষ দেয়ার চেষ্টা করে ধরা খেলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের হাতে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কাছে দেখা করতে এসে আটক হন নূরুল ইসলাম।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নূরুল ইসলামকে হাজির করা হয়।

নূরুল ইসলাম নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, নূরুল ইসলাম মাঝে-মধ্যে অফিসে এসে আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। সপ্তাহখানেক আগে আমাকে অফিসে না পেয়ে নূরুল ইসলাম ফোনে জানান, স্যার আপনি ফুটবল প্রিয় হওয়ায় আপনার জন্য হলুদ রঙের জার্সি নিয়ে এসেছি।

নূরুল ইসলামের এ কথা শুনে তাকে বলি, আপনার জার্সি দেয়ার প্রয়োজন নেই। তবু জার্সি নেয়ার জন্য বারবার অনুরোধ করেন নূরুল। এক পর্যায়ে তাকে অফিসে জার্সি রেখে যেতে বলা হয়। পরে জার্সির ওই প্যাকেটটি পুলিশ সুপারের বাসভবনে পাঠিয়ে দেন অফিসের কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্যস্ততার কারণে ওই জার্সির প্যাকেটটি খুলে দেখেননি। বৃহস্পতিবার সকালে জার্সির প্যাকেটটি খোলেন পুলিশ সুপারের স্ত্রী। প্যাকেটটি খোলার পর পুলিশ সুপার ও তার স্ত্রী হতবাক হয়ে যান। দেখতে পান- ওই প্যাকেটে হলুদ রঙের জার্সি, একটি ডায়েরি, পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য দিপু হোসেনের বয়োডাটা এবং টেপ দিয়ে মোড়ানো আরেকটি কাগজের প্যাকেটে রয়েছে সাত লাখ টাকা। এই অবস্থা দেখে- নূরুল ইসলামকে চিহ্নিত করা হয়। ওই রাতেই পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, জার্সির প্যাকেটের মধ্যে আমার ভাইয়ের ব্যবসার টাকা ভুলে রেখে ছিলাম।

তবে কনস্টেবল নিয়োগের জন্য ভাতিজার জীবনবৃত্তান্ত প্যাকেটে কেন রেখেছেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এলোমেলো উত্তর দেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘নূরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এদিকে আজ থেকে নড়াইলে কনস্টেবল পদে নিয়োগের কার্যক্রম শুরু হচ্ছে।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :