ফরিদপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০১৯, ২০:০২

‘মাদক কে না বলুন’ এই স্লোগানকে ধারণ করে সচেতনতার জন্য সেবামূলক সংগঠন ‘ঢাকা রাউন্ড টেবিলে’র উদ্যোগে ফরিদপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস সম্পর্কে সচেতন করতে এ র‌্যালিটি বের হয়।

শুক্রবার সকাল ৯টায় সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে ফরিদপুর সাইকেলিস্ট ক্লাবের সদস্যরা এসে রেজিস্ট্রেশন শুরু করেন। এরপর র‌্যালির সহযোগিতায় থাকা প্রতিষ্ঠান দুরন্ত বাইসাইকেলের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের টি-শার্ট দেয়া হয়।

সকাল ১০টায় র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

র‌্যালিটি রাজেন্দ্র কলেজের মূল ফটক থেকে বের হয়ে পানির ট্যাংকের মোড়, অনাথের মোড়, পূর্বখাবাসপুর মোড়, রথখোলা জোড়া ব্রিজ, পুরাতন বাসস্ট্যান্ড, ভাঙ্গা রাস্তার মোড়, হাজারতলার মোড়, আলীপুর ব্রিজ, মুজিব সড়ক, প্রেসক্লাব হয়ে ফের কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার জাকির হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান এজাজ মাহমুদ, সহ-সভাপতি সিফাত উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইশাদ, সদস্য ফাহাদ, শোভন সাহা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য শেষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার জাকির হোসেন খানসহ আগত অতিথিরা সাইকেল চালিয়ে র‌্যালির উদ্বোধন ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৮জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :