ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবি

প্রকাশ | ২৮ জুন ২০১৯, ২০:৫০

ঢাকাটাইমস ডেস্ক

ভারতের উগ্র হিন্দুদের হাতে একের পর এক ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছে সেখানকার সংখ্যালঘু মুসলমানরা। তাবরেজ আনসারীকে হত্যাসহ ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাবনবন্ধন করে ‘আমার বাংলাদেশ’ নামের একটি সংগঠন।

সংগঠনের সভাপতি মাওলানা ওমর ফারুক মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আবদুল মুমিন। তিনি বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী হয়েও সংখ্যালঘু মুসলমানদের ওপর শুধু ধর্মীয় বিদ্বেষের কারণে নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিনা দোষে নিরপরাধ মুসলমানদের নির্যাতনের মাধ্যমে ভারত তাদের হীনম্মন্যতার পরিচয় দিচ্ছে। এমনটি তারা সেখানে রায়টের পরিবেশ তৈরি করছে। তাদের এই জুলুম-নির্যাতন বন্ধ না হলে সামগ্রিকভাবে যদি উপমহাদেশের রাজনীতিতে কোনো বৈরী পরিবেশের সৃষ্টি হয় সেজন্য ভারতকে এর দায়ভার গ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে মাওলানা ফারুক মজুমদার বলেন, ‘ভারতের উচিত, বাংলাদেশ থেকে সাম্য ও সহাবস্থানের শিক্ষা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করা। কারণ বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ হওয়ার পরও সবার সহাবস্থান এখানে নিশ্চিত করা হয়েছে। অথচ ভারত দিন দিন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে।’

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রায়হান ফারুক, সাংগঠনিক সম্পাদক তামীম হুসাইন শাওন, প্রচার সম্পাদক ফেরদাউস আল আবির, নির্বাহী সদস্য মাতিম হুসাইন শাওন, মাহমুদুল হাসান, ইমরান, সালমান হুসাইন, নূরুল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮জুন/জেবি)