মেহেরপুরে গুলিতে অর্ধডজন মামলার আসামি নিহত

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ০৮:৪৪ | আপডেট: ২৯ জুন ২০১৯, ০৮:৪৫

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

মেহেরপুরের গাংনীতে গুলিতে মনিরুল ইসলাম মনি নামে অর্ধডজন মামলার এক আসামি নিহত হয়েছেন, যিনি তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিজেদের দুই পক্ষে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন বলে ভাষ্য পুলিশের।

শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে কচুইখালি-কসবা মাঠের একটি আমবাগানে এই গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গভীর রাতে গাংনী উপজেলার কচুইখালি-কসবা মাঠের খোকন আলীর আমবাগানে দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এছাড়া উদ্ধার করা হয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি।

নিহত মনিরুল উপজেলার কসবা গ্রামের ওসমান আলীর ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাদঁবাজি, বিস্ফোরকসহ নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছি পুলিশ।

ঢাকাটাইমস/২৯জুন/প্রতিনিধি/এমআর