নারীদের পৃথক ব্যাংক চাইলেন রওশন

প্রকাশ | ২৯ জুন ২০১৯, ১৮:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

নারীদের জন্য পৃথক ব্যাংক চেয়েছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

শনিবার প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন।

রওশন এরশাদ বলেন, ‘নারী উদ্যোক্তার কথা অনেক শুনি। আসলে কিন্তু কোনো কাজ হয় না। বলা হয়েছিল একটি ব্যাংক দিয়ে দিতে। মহিলাদের জন্য একটি ব্যাংক দিয়ে দিতে। মহিলারা এখান থেকে ঋণ নিতে পারে। নিজেরা নিজেরা সেই টাকা দিয়ে উদ্যোগ নিয়ে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন নিজের জন্য।’

জাপা নেত্রী বলেন, ‘আমাদের দেশে এটা করা হলে অনেক ভালো হয়। মেয়েদের জন্য একটা ব্যাংক করে দেন এবং সেটার ব্রাঞ্চ যদি জায়গায় জায়গায় করে দেন তাহলে নারী উদ্যোক্তা কিন্তু অনেক বেশি সৃষ্টি হবে। সুযোগ-সুবিধা পাবে এবং তারা সে টাকা নিয়ে বিনিয়োগ করে নিজে স্বাবলম্বী হবেন অন্যদের স্ববলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে দেবেন।’

অর্থবছর পরিবর্তন করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক দেশেই সেই দেশের সুবিধা অনুযায়ী অর্থবছর হয়ে থাকে। ভরা বৃষ্টির মৌসুমে আমাদের অর্থবছর শুরু হয়। সেই কথাটা আমাদের চিন্তা করা দরকার। যদি অর্থবছর পরিবর্তন করা যায় তাহলে আরও বেশি উন্নয়ন হবে বলে মনে করি।’

তিনি শিক্ষার্থীদের রেজাল্টের ওপর গুরুত্ব না দিয়ে শিক্ষার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করার আহ্বান জানান। এছাড়া স্বাস্থ্য খাত সম্পর্কে বলেন, ‘স্বাস্থ্য খাতে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদানের লক্ষ্যে এই খাতে দুর্নীতি প্রতিরোধে আরও বেশি নজর দিতে হবে। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি রোধ করতে হবে।’

‘সাধারণ মানুষকে পুঁজি বাজারে বিনিয়োগে আগ্রহী করার জন্য পুঁজি বাজারকে একটি আকর্ষণীয় খাত হিসেবে গড়ে তুলতে হবে। ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনা গেলে এ খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে।’

ই-কমার্স উৎসাহিত করতে অনলাইন কেনাকাটায় ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহার করার আহবান জানান রওশন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম মুহম্মদ এরশাদের জন্য দোয়া চেয়ে তার স্ত্রী বলেন, ‘উনি এখন অনেক বেশি অসুস্থ। আস্তে আস্তে কিছুটা উন্নতি হয়েছে। এখন কিছুটা ভালোর দিকে। কিন্তু দুর্বল রয়ে গেছেন। সে জন্য আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। আপনারা সবাই ওনার জন্য একটু দোয়া করবেন।’

(ঢাকাটাইমস/২৯জুন/জেবি)